ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তাহলে বিশ্বকাপ বাদ দিয়ে অনুষ্ঠিত হবে আইপিএলই!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:২০ পিএম, ১১ জুন ২০২০

টাকার কাছে আবারও হেরে যাচ্ছে ক্রিকেট? আইপিএলের টাকার ঝনঝনানির কাছে তুচ্ছ হয়ে যাচ্ছে বিশ্বকাপের মত টুর্নামেন্টও? ভারতীয় ক্রিকেট বোর্ডের তোড়জোড় দেখে অন্তত সেটাই মনে হচ্ছে এখন। কারণ, আগামী সেপ্টেম্বর, অক্টোবরে আইপিএলের এবারের আসর আয়োজন করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যে সময়টায় অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ।

করোনাভাইরাসের কারণে আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কি হবে না, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি আইসিসি। বুধবারও এ নিয়ে আইসিসিতে বৈঠক অনুষ্ঠিত হয়। সিদ্ধান্তহীনভাবে শেষ হয় সেই বৈঠকটিও। আরও একমাস পিছিয়ে দেয়া হয় সিদ্ধান্ত নেয়ার সময়।

আইসিসির এই বৈঠকের পর হঠাৎই করেই আইপিএল আয়োজনে তৎপর হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আজই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বেশ জোর দিয়ে বলেছেন, এ বছর আইপিএল অনুষ্ঠিত হবেই। সৌরভের এই জোর দেয়ার মধ্যেই নিহিত রয়েছে, বিশ্বকাপকে থোড়াইকেয়ার করার হুমকি। অর্থ্যাৎ, বিশ্বকাপ গোল্লায় যাক, আইপিএলই সব। বিশ্বকাপ বাদ দিয়ে হলেও আইপিএল আয়োজন করতে হবে।

এদিকে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেস প্যাটেলও সৌরভের সুরে সুর চড়িয়ে ঘোষণা দিয়েছেন, তারা যে করেই হোক আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর। এ নিয়ে সর্বোচ্চ প্রস্তুতি চালিয়ে যাচ্ছে তারা।

ব্রিজেস প্যাটেল জানিয়েছেন, তারা এখন অপেক্ষা করছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির সিদ্ধান্ত জানার। আইসিসি যেই না বিশ্বকাপ স্থগিতের ঘোষণা দেবে, অমনিই তারা আইপিএল আয়োজনের ঘোষণা দেবেন।

সূচি অনুযায়ী চলতি বছর ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএলের। কিন্তু করোনাভাইরাসের কারণে কয়েকদফা লকডাউনের জেরে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়া হয় আইপিএল। এখন আগামী অক্টোবর-নভেম্বরে যে সময়টায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা, সে সময়টায় আইপিএল আয়োজন করার তোড়জোড় শুরু করেছে ভারতীয় বোর্ড। এমনকি নানা মহল থেকে উচ্চারিতও হচ্ছে, বিশ্বকাপ বাদ দিয়ে আইপিএলের আয়োজন করা হোক।

আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেস প্যাটেল বলেন, ‘আমরা আইপিএল আয়োজন করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কে আনুষ্ঠানিক কোন ঘোষণা না আসা পর্যন্ত কোনো কিছু নিয়েই ভালোভাবে কাজ করতে পারছি না। আমি আশা করি, আইসিসি এ বিষয়ে খুব দ্রুত একটা সিদ্ধান্ত জানিয়ে দেবে। তবে, আমাদের দিক থেকে সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল আয়োজন করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়ে গেছে এবং এ বিষয়ে সবাইকে জানিয়েও দেয়া হয়েছে।’

গত ২৮ মে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে একটা সিদ্ধান্ত জানানোর কথা ছিল আইসিসির। সেদিন জানানো হয়নি, পিছিয়ে তারিখ নির্ধারণ করা হয় ১০ জুন। কিন্তু এদিনও কোনো সিদ্ধান্ত জানায়নি আইসিসি। এখন সম্ভাবনা রয়েছে ১৪ জুন একটা সিদ্ধান্ত জানানোর। বিসিসিআই আশা করছে, ওইদিনই টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করার ঘোষণা আসতে পারে।

গতকালের (বুধবার) আইসিসি বৈঠক সম্পর্কে বলা হয়েছে, ‘বৈঠকের পূনরায় তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী সোমবার (১৪জুন)। কারণ, অনেক বিলম্ব হয়ে গেছে বিধায়, বুধবার বৈঠক শেষ করা যায়নি।’

ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, আইপিএলের সূচি নিয়েও তারা ইতিমধ্যে কাজ শেষ করে এনেছেন প্রায়। শুধু আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি বলতে পারি, সময়সূচিও আমাদের প্রায় ফাইনাল হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা দেয়া বাকি। লিগের সব পক্ষের সঙ্গেই আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের ঘোষণাটা আসলেই আমরা সবকিছু চূড়ান্ত করে ফেলবো।’

ব্রিজেশ প্যাটেল এটাও জানিয়ে দিয়েছেন যে, তাদের কোনো পরিকল্পনা নেই- অন্য কোনো দেশে আইপিএল আয়োজনের। তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি গভির পর্যবেক্ষণ করছি। করোনাভাইরাস পরিস্থিতি কোনদিকে গড়াচ্ছে, সে অনুযায়ী আমাদের সব পরিকল্পনা সাজানো হচ্ছে। আপাতত আমাদের চিন্তায় আইপিএলের আংশিক কিংবা পুরো টুর্নামেন্ট অন্য কোনো দেশে আয়োজনের পরিকল্পনা নেই।’

আইএইচএস/