ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

করোনাযোদ্ধাদের সম্মানে ‘নীল আর্মব্যান্ড’ পরে খেলবে ইংলিশরা!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:২৩ পিএম, ১০ জুন ২০২০

করোনাভাইরাসের কারণে আসা অনাকাঙ্ক্ষিত বিরতি কাটিয়ে অবশেষে মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। আগামী ৮ জুলাই থেকে শুরু হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। ক্রিকেটপ্রেমী সকলের আগ্রহ সেই সিরিজের দিকে।

আর এ সিরিজে ভিন্নধর্মী এক উদ্যোগ নিতে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। করোনার বিরুদ্ধে আপ্রাণ লড়ে যাওয়া জাতীয় স্বাস্থ্য সেবার (ন্যাশনাল হেলথ সার্ভিস-এনএইচএস) কর্মীদের সম্মান জানানোর লক্ষ্যে নীল আর্মব্যান্ড পরে খেলতে নামার পরিকল্পনা করছেন তারা।

সাধারণত কোন খেলোয়াড় বা বিশেষ ব্যক্তিত্ব মারা গেলে জার্সির হাতায় কালো আর্মব্যান্ড কিংবা বুকে কালো ব্যাজ পরে খেলতে নামেন ক্রিকেটাররা। তবে এবার সব ঠিকঠাক থাকলে জাতীয় স্বাস্থ্য সেবার কর্মীদের জন্য জার্সির হাতায় নীল রঙের আর্মব্যান্ড পরবেন জো রুট, বেন স্টোকসরা।

করোনাভাইরাসের কারণে লকডাউন শুরুর পর থেকেই জাতীয় স্বাস্থ্য সেবার কর্মীদের সম্মান জানানো একটা রীতিতে পরিণত হয়েছে যুক্তরাজ্যে। কয়েক মাস টানা বৃহস্পতিবার রাত ৮টায় নিজ নিজ বাসার বারান্দায় দাঁড়িয়ে 'যারা যত্ন নেয়, তাদের জন্য হাততালি' কর্মসূচি করেছে যুক্তরাজ্যের মানুষ।

এছাড়া ইংল্যান্ডের খেলোয়াড়রাও বসে নেই। করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য সবাই নিজ নিজ অবস্থান থেকে অনুদান দিয়েছে। জাতীয় দলের চুক্তিতে থাকা খেলোয়াড়রা মিলে ৫ লাখ পাউন্ড দান করেছেন। এছাড়া ব্যক্তিগতভাবেও অনেক এগিয়ে এসেছেন।

সে ধারাবাহিকতায় বিশ্ববাসীর কাছে জাতীয় স্বাস্থ্য সেবার কর্মীদের কাজের বিষয়টা তুলে ধরার জন্যই নীল আর্মব্যান্ড পরার কথা ভাবা হচ্ছে। এ বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তবে ইংল্যান্ডের দলীয় সূত্রের খবর অনুযায়ী নীল আর্মব্যান্ড পরে মাঠে নামার বিষয়ে জোর আলোচনা চলছে।

এসএএস/জেআইএম