ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ক্রিকেটসংশ্লিষ্ট ৬০০ অসহায় পরিবারের পাশে দাঁড়াচ্ছে কোয়াব

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১৫ মে ২০২০

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় মাসদেড়েক আগে সাবেক ও বর্তমান ক্রিকেটার ও ক্রিকেট সংগঠকদের নিয়ে জরুরি তহবিলেন আহ্বান করেছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অব বাংলাদেশ (কোয়াব)। এবার সেই তহবিল থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে সংগঠনটি।

আগামী রোববার (১৭ মে) 'করোনা সংকটে কোয়াবের প্রচেষ্টা' শিরোনামে হবে এ কার্যক্রম। যেখানে দেশব্যাপী সাবেক ও বর্তমান ক্রিকেটার, সংগঠক, কোচ, আম্পায়ার, স্কোরার, গ্রাউন্ডসম্যান, নেট বোলার, টিম বয়সহ ক্রিকেটসংশ্লিষ্ট যারা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন তাদের সাহায্য প্রদান করা হবে।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাডেমি মাঠে ঢাকায় উপস্থিত ৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে। এছাড়া সারা দেশে ছড়িয়ে থাকা অন্যদের জন্য মোবাইল ব্যাকিং রকেটের মাধ্যমে আর্থিক সাহায্য পাঠিয়ে দেয়া হবে।

করোনা সংকট মোকাবিলায় কোয়াবের এ কার্যক্রমে সশরীরে উপস্থিত থাকবেন কোয়াবের সভাপতি, জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় এবং সহ-সভাপতি ও আরেক সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

এসএএস/পিআর