ভুয়া কলে কিছুক্ষণ বন্ধ রেখে আবার চালু মুশফিকের ব্যাটের নিলাম
দেশের প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি করোনা ক্ষতিগ্রস্থদের সাহায্যে অর্থসংগ্রহের উদ্দেশ্যে নিলামে দিয়েছে মুশফিকুর রহীম। নিলামকারী প্রতিষ্ঠান পিকাবোর মাধ্যমে ৯ মে রাত থেকে শুরু হয়েছে ৫দিন ব্যাপি এই নিলাম। শেষ হবে ১৪ মে রাতে।
কিন্তু মুশফিকের ব্যাটের নিলাম করতে গিয়ে এক অনাকাঙ্খিত সমস্যা পড়ে গেছে নিলাম আয়োজক প্রতিষ্ঠান। আজ বিকেলেই এ নিয়ে জাগো নিউজে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যে মুশফিকুর রহীমের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটের নিলামে প্রচুর ভুয়া কল আসছে।
কেউ কেউ আজ মঙ্গলবার দুপুরের পর গুজব রটিয়ে দিয়েছিল যে, তৃতীয় দিনে মুশফিকের ব্যাটের মুল্য নাকি ৪১ লাখ টাকায় গিয়ে ঠেকেছে। তবে জাগো নিউজের সাথে আলাপে সংশ্লিষ্ট সূত্র তখনই জানিয়েছিল, মুশফিকের ব্যাটের নিলামের দর ৪১ লাখ টাকা পর্যন্ত ওঠার খবর সঠিক নয়। ওটা ছিল ভুয়া কল।
জানা গেছে, মুশফিকের ব্যাটের নিলামে প্রচুর ভুয়া কল এসেছে। বেশ কয়েকজন অনেক মূল্য হাঁকিয়ে নিরুদ্দেশ হয়ে গেছেন। তারপর আর তাদের কোন পাত্তা পাওয়া যায়নি।
এরকম পরিস্থিতিতে বেকায়দায় পড়ে যায় নিলাম পরিচালনায় থাকা প্রতিষ্ঠান পিকাবো। পরিস্থিতি ঠিক করতে এবং ভুয়া কলের ঝক্কি ও বিড়ম্বনা থেকে নিষ্কৃতি পেতে আজ মঙ্গলবার বিকেলে পর ঘণ্টা দুয়েকের জন্য নিলামে দর হাঁকানো বন্ধও করে দেয়া হয়েছিল।
মুশফিকের খুব কাছের মানুষ এবং ম্যানেজার ও নিলাম কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত বর্ষণ কবির রাত সাড়ে নয়টার দিকে জাগো নিউজকে জানিয়েছেন, ‘ইফতার তথা সন্ধ্যার পরে আবার বিডিং শুরু হয়েছে। আমরা আশা করছি এবার বেছে বেছে কল নেয়া হবে এবং ফলস কল এড়ানোও সম্ভব হবে। সে সাথে একটি ভাল মূল্যও পাওয়া যাবে।’
বর্ষণ আরও একটি তথ্য দিয়েছেন, তা হলো ফলস কলের পাশাপাশি তাদের কাছে কয়েকটি ভাল বিডারও আছে। তাদের সাথে কথা-বার্তা চলছে।
আগামী দু’দিনে খুব ভাল কোন বিডার আসলে ভিন্ন কথা। না হয় তারা এর মধ্যে যাদের পেয়েছেন, তাদের কাউকেই হয়তো মুশফিকের ব্যাট বুঝিয়ে দেবেন। যার মূল্য অন্তত লাখ ১৫ টাকা হবে বলে বিশ্বাস বর্ষণ কবিরের।
এআরবি/আইএইচএস