ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রচুর ভুয়া কলে অতিষ্ঠ মুশফিকের ব্যাটের নিলাম আয়োজকরা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:০৮ পিএম, ১২ মে ২০২০

সাকিব আল হাসানের বিশ্বকাপে ঝড় তোলা ব্যাট নিলামে বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। তারচেয়েও বেশি ও ভাল মূল্য পেতে বড়সড় আয়োজনের নিলামে উঠেছে দেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকের ‘এসএস’ ব্র্যান্ডের ব্যাট।

সে কারণেই প্রথাগত একদিনের এক রাতের নিলামের বদলে ৫ দিনের বৈচিত্র্যপূর্ণ নিলাম ডাকা হয়েছে। সব ঠিকমত চললে আগামী পরশু ১৪ মে, বৃহস্পতিবার রাত ১০টায় সে নিলাম পর্ব শেষ হওয়ার কথা।

এই বিশাল পরিসরের নিলামে শেষ পর্যন্ত কতটা লাভ হবে? মুশফিকুর রহীমের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটের মূল্য সাকিব ও সৌম্য সরকারের ব্যাটের চেয়ে কত বেশি উঠবে? তা সময়ই বলে দেবে। তবে এখনকার খবর, প্রচুর ভুয়া কল মুশফিকের ব্যাটের নিলামকারী প্রতিষ্ঠানের কাছে।

কেউ কেউ ছড়িয়ে দিয়েছে যে আজ তৃতীয় দিনে মুশফিকের ব্যাটের মূল্য নাকি ৪১ লাখ টাকায় গিয়ে ঠেকেছে। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মুশফিকের ব্যাটের নিলামের দর ৪১ লাখ টাকা পর্যন্ত ওঠার খবর সঠিক নয়। ওটা ছিল ভুয়া কল।

জানা গেছে, প্রচুর ভুয়া কল আসছে নিলামকারীদের কাছে। বেশ কয়েকজন নাকি চড়া মূল্য হাঁকিয়ে হাওয়া হয়ে যাচ্ছেন। এরপর আর তাদের কোন খবর থাকছে না। সে কারণেই আয়োজক ও ব্যবস্থাপকরা আরও সতর্ক হয়ে মুশফিকের ব্যাটের নিলাম প্রক্রিয়া পরিচালনা করছেন।

মুশফিকের ব্যাটের নিলামে যে অনেকেই ইচ্ছেমত দর হাঁকিয়ে নিজেকে আড়াল করে ফেলছেন, তার সত্যতা মিলবে একটি ছোট্ট উদাহরণ দিলেই। সবার জানা, মুশফিকুর রহীমের ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে হাঁকানো ডাবল সেঞ্চুরির ‘এসএস’ ব্র্যান্ডের ব্যাটটির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬ লাখ টাকা।

Mushi

একই সাথে বিশ্বজয়ী যুব দলের অধিনায়ক আকবর আলীর জার্সি-গ্লাভস, আয়ারল্যান্ডে গত বিশ্বকাপের আগে তিন জাতি ক্রিকেটের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঝড়ো ইনিংস খেলা মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট, ভারতের বিপক্ষে খেলা নাইম শেখের সেই অসাধারণ ইনিংসের ব্যাট এবং ক্রিকেট স্মারক সংগ্রহকারি জসিম উদ্দীনের বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের ছবি ও আটোগ্রাফ সম্বলিত স্মারকও আছে ওই ৫ দিনের নিলাম পর্বে।

সেখানে আকবর আলীর জার্সি ও গ্লাভসের ভিত্তি মূল্য ১ লাখ থেকে গত তিন দিনে দর উঠেছে ১ লাখ ৩০ হাজার টাকা। মাশরাফির ক্যাপের ভিত্তি মূল্য ছিল ১ লাখ। তা বেড়ে মূল্য উঠেছে ১ লাখ ৪০ হাজার। নাইম শেখের ব্যাটের ভিত্তি মূল্য এক লাখ থেকে এখন দর গিয়ে দাড়িয়েছে ১ লাখ ২৮ হাজার টাকা।

তিন লাখ ভিত্তি মূল্যে নিলামে ওঠা মোসাদ্দেক সৈকতের ব্যাটের দর গিয়ে আজ দুপুর পর্যন্ত ঠেকেছে তিন লাখ ১ হাজার টাকার মত। সেখানে মুশফিকের ৬ লাখ টাকা ভিত্তি মূল্যের ব্যাট তিন দিনে ৭ গুন দর ওঠা বিস্ময়কর বৈকি!

তারপরও আয়োজকদের আস্থা ও বিশ্বাস, ভুয়া কল বন্ধ হবে এবং ভাল দর উঠবে মুশফিকের ব্যাটেও।

এআরবি/আইএইচএস