ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রমজানে নামাজ আর কুরআন পড়েই কাটছে আকবরের কোয়ারেন্টাইন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৩:৫১ পিএম, ১০ মে ২০২০

তাদের বৃহস্পতি ছিল তুঙ্গে, প্রজাপতির মত ডান মেলে ওড়ার কথা ছিল এখন। কিন্তু করোনা এসে সব লণ্ডভণ্ড করে দিয়েছে। খেলাধুলা একদমই বন্ধ। কেমন যাচ্ছে দিনকাল? কোয়ারেন্টাইনের সময় কাটছে কীভাবে?- এই তো অল্প কিছুদিন আগে জাগো নিউজের সঙ্গে আলাপে সে কথা জানিয়েছিলেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।

এখনও তাই বলছেন, ‘বিকেএসপিতে ২০১২ সালে ভর্তির পর থেকে এত বড় ছুটি পাইনি আমরা। একমাসের ওপরে বাসায় থাকা হয়নি কখনও। সেদিক থেকে এ ছুটি অন্যরকম। রমজানের আগে মুভি দেখে সময় কাটানোর চেষ্টা করেছি। তবে রোজা শুরুর পর থেকে আর মুভি দেখা হয় না। ওসব বাদ দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কুরআন শরীফ তেলাওয়াতের চেষ্টা করি।’

যুব বিশ্বকাপের ফাইনালে ব্যবহৃত জার্সি ও ব্যাটিং গ্লাভস নিলামে তোলা উপলক্ষে করা ফেসবুক লাইভেও নিজের ব্যাটিংয়ের মতই পরিপাটি ও সাজানো গোছানো আকবর। নিজের স্মারক নিলামে তোলার ব্যাপারে তার ব্যাখ্যা, ‘বিশ্বকাপের সবগুলো স্মারকই স্পেশাল। এগুলো দিয়ে যদি কারও সাহায্য হয়, তাহলে অন্যরকম সন্তুষ্টি। আমার এ ক্ষুদ্র প্রয়াসে যদি একটু হলেও কারও সাহায্য হয় সেটাও অনেক বড়।’

ফাইনালে ব্যাটিংয়ের সময় কি খুব নার্ভাস ছিলেন? ফেসবুক লাইভে এমন প্রশ্নের মুখোমুখি হয়ে আকবর আলী জানিয়ে দিলেন, ‘নাহ! নার্ভাস না ঠিক। ঐ সময়টা বাড়তি চাপ ছিল, ফাইনাল ম্যাচ। শুধু ফাইনাল না, ঐ কন্ডিশনে একটু তো চাপ থাকারই কথা। তবে আমরা নার্ভটা ঠিক রাখার চেষ্টা করেছিলাম। বল প্রচুর ছিল। রান কম দরকার ছিল। চেষ্টা করেছিলাম যাতে বেশি সময় উইকেটে থেকে বেশি বল খেলা যায়।’

যুব বিশ্বকাপে শিরোপা জেতানোর নায়ক ভাবা হচ্ছে তাকে। কিন্তু শুনে অবাক হবেন, আকবর মোটেও নিজের কৃতিত্বকে বড় করে দেখছেন না। তার বিশ্বাস, ওটা মহান সৃষ্টিকর্তার দয়া ও কৃপার ফল।

ফাইনালে দল জেতানো ব্যাটিং সম্পর্কে বলতে গিয়ে আকবর আলী বলেন, ‘আল্লাহর রহমত ছিল। আল্লাহর ইচ্ছেতেই হয়েছে। আমরা বিশ্বকাপের অগে দুই বছর অনেক প্র্যাকটিস করেছি। কষ্ট করেছি। আল্লাহ সেটারই ফল দিয়েছেন। আমি সৌভাগ্যবান যে ঐ সময়ে পারফরম করতে পেরেছি।’

শিরোপা জেতার পরের অনুভূতি সম্পর্কে আকবরের মন্তব্য, ‘ফাইনাল জেতার পরের দুই-তিন ঘন্টার অনুভুতি বলে বোঝাতে পারব না। তবে একটি কথা বলে রাখি, তা হলো আসলে আমি তো আর একা জিতিনি। খেলেছে আমাদের দল। পুরো দলের কষ্ট ও পরিশ্রমের ফসল ছিল ঐ বিশ্বকাপ জয়। এ কৃতিত্ব প্রতিটি ক্রিকেটারের । আমার একার না।’

এআরবি/এসএএস/এমকেএইচ