দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন আশরাফুল
করোনার মধ্যেই একের পর এক সুসংবাদ আসছে বাংলাদেশের ক্রিকেটারদের। দু’তিনদিন আগেই দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। দ্বিতীয় সন্তানের মুখ দেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদও। এবার একই সুখবর দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, সর্বকনিষ্ট টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুলও।
দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন তিনিও। জাগো নিউজকে মোহাম্মদ আশরাফুল নিজেই জানিয়েছেন এই সুখবর। দিনক্ষণও জানিয়ে দিলেন তিনি। মে মাসের শেষ দিকে পৃথিবীর আলো দেখার সম্ভাবনা রয়েছে তার নতুন অতিথির। ঈদ-উল ফিতরের আগে কিংবা পরে পড়তে পারে সময়টা।
জাগো নিউজকে মোহাম্মদ আশরাফুল বলেন, ‘করোনায় লকডাউনের কারণে পুরোপুরি ঘরেই বন্দী রয়েছি। তবে, রমজান মাস এসে যাওয়া এবং ঘরে নতুন অতিথির আগমন উপলক্ষে সময়টা একটু ভিন্নভাবেই কাটছে। সবার কাছে দোয়া চাই যেন, দ্বিতীয় সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসে।’
এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরে আশরাফুল এবং আনিকা তাসনিম অর্চি’র ঘর আলোকিত করে এসেছিল একটি কন্যা সন্তান। তার নাম রেখেছিলেন, আরিবা তাসনিম আশরাফুল। সেই কন্যার এখন বয়স সাড়ে তিন বছর।
আইএইচএস/