ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পাকিস্তান ক্রিকেটকে টিকিয়ে রাখতে ভারতের সাহায্যের প্রয়োজন নেই

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:১২ পিএম, ১৪ এপ্রিল ২০২০

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) চুক্তিতে স্বাক্ষর হওয়ার পর সেটা রক্ষা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। আইসিসির এফটিপি অনুসারে দু’দেশের মধ্যকার যে ক্রিকেটসূচি, সেটা বাস্তবায়িত না হওয়ায় পাকিস্তানেরই ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি।

তবুও, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখন জোর গলায় বলছে, পাকিস্তান ক্রিকেটকে টিকিয়ে রাখতে ভারতের কোনো সহযোগিতার প্রয়োজন নেই। এমনকি তারা এখন আর ভারতের সঙ্গে খেলার বিষয়ে কোনো চিন্তা-ভাবনা পর্যন্ত করছে না।

পিসিবি চেয়ারম্যান এহসান মানি জোর গলায় এসব কথা বলেছেন আজ। পিসিবির মিডিয়া ডিপার্টমেন্টের মাধ্যমে দেয়া এক অডিও বার্তায় এসব কথা বলেন মানি। একই সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে ‘অবিশ্বস্ত’ হিসেবেও অভিহিত করেন মানি।

এহসান মানির এই কথাগুলো এমন এক সময়ে এলো, যখন করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থদের সাহায্যে একটি ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছেন শোয়েব আখতার। তার এই প্রস্তাব নিয়ে এখন চলছে ভারত-পাকিস্তানে জোর আলোচনা। যদিও দুই বোর্ডের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু বলা হয়নি। তবে পিসিবি চেয়ারম্যান বিষয়টা সরাসরি উল্লেখ না করে বক্তব্য দিলেন।

এহসান মানি একই সঙ্গে এটাও জানিয়ে দেন, ভারতের বিপক্ষে কোনো সিরিজ খেলা ছাড়াই পাকিস্তান ক্রিকেট এখন অনেক শক্তিশালী। পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আমরা হয়তো অনেক ভুক্তভোগি হয়েছি তারা আমাদের সঙ্গে না খেলার কারণে। কিন্তু এখন আর ভারত আমাদের চিন্তা কিংবা পরিকল্পনা- কোনো কিছুতেই নেই। এটা হচ্ছে ‘পাই ইন দ্য স্কাই’ (এমন প্রত্যাশা, যা কখনো পূর্ণ হওয়ার মত নয়)- এর মতো। তাদেরকে ছাড়াই আমাদের ক্রিকেট বেঁচে থাকবে এবং আমাদের ক্রিকেট টিকিয়ে রাখার জন্য তাদের কোনো প্রয়োজন নেই।’

এহসান মানি একই সঙ্গে পরিস্কার করে বলে দেন, ‘যদি ভারত আমাদের সঙ্গে খেলবে না মনে করে, তাহলে আমাদেরকেও তাদের ছাড়াই চলতে হবে এবং ভিন্ন কোনো পরিকল্পনা করতে হবে। একবার নয়, দু’বার তারা আমাদের সঙ্গে খেলবে বলে ওয়াদা দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত নাম প্রত্যাহার করে নিয়েছে।’

২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকেই পাকিস্তানের সঙ্গে কোনো সিরিজ খেলছে না ভারত। শুধুমাত্র আইসিসি কোনো ইভেন্ট কিংবা এশিয়া কাপ ছাড়া। এহসান মানি তাই বলেই দিয়েছেন, ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বি-পাক্ষিক সিরিজ যে এখন অনিশ্চিত- এটা বলেই দেয়া যায়। তিনি বলেন, ‘আমরা এখন শুধুমাত্র আইসিসি ইভেন্ট এবং এশিয়া কাপেই তাদের সঙ্গে খেলছি। এটাই যথেষ্ট। কারণ, আমরা ক্রিকেট খেলতে চাই। আমরা সব সময়ই রাজনীতি এবং খেলাকে আলাদা রাখত চাই।’

আইএইচএস/