ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘দর্শক ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ, কল্পনাই করা যায় না’

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:১২ পিএম, ১৪ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের কারণে সারা বিশ্বই এখন ঘরবন্দী। বিশ্বের সব যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বন্ধ সব ধরনের ক্রীড়া ইভেন্ট। অনেকগুলো ক্রীড়া ইভেন্ট আবার এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আগামী টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ কি মাঠে গড়াতে পারবে কি পারবে না, তা নিয়েও রয়েছে জোর সংশয়।

আইসিসি এখনও এ নিয়ে সিদ্ধান্ত দেয়নি। তারা শুধু বলছে, পরিস্থিতি কি দাঁড়ায় তার ওপর নির্ভর করবে বিশ্বকাপসহ পরবর্তী সব সূচি। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।

অনেকেই বলছেন, বিশ্বকাপও পিছিয়ে দেয়া হোক। আবার কেউ কেউ বলছেন, পেছানোর দরকার নেই। দর্শকছাড়া ফাঁকা মাঠেই আয়োজন করা হোক টি-টোয়েন্টি বিশ্বকাপ। বরং এই মতবাদটাই জোরালো হয়ে উঠছে।

তবে ক্লোজ ডোর স্টেডিয়ামে বিশ্বকাপ আয়োজন করা হোক- এই দাবিকে কোনোভাবেই সমর্থণ করতে পারছেন না অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারি থেকে নিজের দেশকে বাঁচাতে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার সীমান্ত বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। অথচ, তার কিছুদিন পর থেকেই অর্থ্যাৎ ১৮ অক্টোবর থেকেই শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এরই মধ্যে ধারণা ছড়িয়ে পড়েছে যে, আয়োজক ক্রিকেট অস্ট্রেলিয়া বেশ কিছু ম্যাচ ক্লোজ ডোর স্টেডিয়ামে আয়োজনের চিন্তা করছে। কিন্তু এ বিষয়টা কোনোভাবেই মানতে পারছেন না সাবেক বিশ্বকাপজয়ী অসি অধিনাক অ্যালান বোর্ডার।

ফক্স স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকা বোর্ডার বলেন, ‘আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না যে, বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ক্লোজডোর স্টেডিয়ামে। আমার বিশ্বাসই হচ্ছে না এ বিষয়টা।’

তবে বর্ডার এটাও বলছেন না যে, চলমান বিশ্ব স্বাস্থ্য সমস্যার এই সময়ে কোনোভাবেই সমর্থকদের মাঠে প্রবেশের অনুমতি দেয়া হোক। তিনি বলেন, ‘খেলা অনুষ্ঠিত হলে দল, সাপোর্ট স্টাফ এবং অন্য সবাই সারা দেশব্যাপি চষে বেড়াবে। ক্রিকেট খেলবে। কিন্তু আপনি মানুষকে মাঠের মধ্যে প্রবেশ করতে দেবেন না। আমি আসলে এটা চিন্তাই করতে পারছি না।’

আইএইচএস/