ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রথম শ্রেণির ৯৬ ক্রিকেটারের নামে চেক তৈরি, নিতে হবে ক্লাব থেকে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:৫৮ পিএম, ০৮ এপ্রিল ২০২০

টাকার অংক হয়ত খুব বেশি না। ৩০ হাজার টাকা করে। তারপরও জাতীয় দলের চুক্তিভুক্ত ১৭ জাতীয় ক্রিকেটারের বাইরে অনেক ক্রিকেটারেরই এখন অর্থর প্রয়োজন। সে বিবেচনায় ৯৬ প্রথম শ্রেণির ক্রিকেটারকে এককালিন ৩০ হাজার টাকা করে দেয়ার ঘোষনা দিয়েছিলেন বিসিবি সভাপাতি নাজমুল হাসান পাপন।

সেটা শুধু ঘোষণায় সীমাবদ্ধ নেই। প্রত্যেক ক্রিকেটারের নামে ৩০ হাজার টাকার চেক তৈরি হয়ে গেছে। প্রাথমিকভাবে সেই ৯৬ ক্রিকেটারের চেক ঢাকার প্রিমিয়ার লিগের ১২ ক্লাবের কাছে বোর্ডের পক্ষ থেকে দিয়ে দেয়া হয়েছে।

আজ বুধবার রাতে জাগো নিউজকে সে খবর জানিয়ে ক্রিকেট কমিট অব ঢাকা মেট্রোপলিটন সদস্য সচিব আলী হোসেন জানিয়েছেন জাতীয় দলের চুক্তিভুক্ত ক্রিকেটারদের বাইরে যে প্রথম শ্রেণির ৯৬ ক্রিকেটারকে নগদ ৩০ হাজার টাকা করে দেয়ার কথা ছিল, তাদের সবার নামে চেক বরাদ্ধ হয়ে গেছে। প্রাথমিকভাবে সেই চেকগুলো সিসিডিএমের কাছে বোর্ডের পক্ষ থেকে হস্তান্তর করা হয়েছে।

সিসিডিএম প্রত্যেকটি ক্লাবের ক্রিকেট কর্তাদের কাছে সে চেক দিয়ে দিচ্ছে। ক্রিকেটারদের অনুরোধ করা যাচ্ছে, নিজ নিজ ক্লাব কর্তাদের কাছ থেকে ওই চেক নিয়ে নেয়ার জন্য।

প্রসঙ্গতঃ যে ৯৬ ক্রিকেটার ৩০ হাজার টাকা করে পাবেন, তাদের বেশিরভাগই করোনায় দেশের বাড়িতে চলে গেছেন। এদিকে বিসিবি অফিসও বন্ধ। তাই ঢাকার বাইরে থেকে এই চেক নিতে আসাও যাবে না। তাই চেকগুলো ঢাকায় অবস্থানরত প্রিমিয়ারের ১২ ক্লাবের ক্রিকেট কর্তাদের কাছে দেয়া হয়েছে। ক্রিকেটারদের নিজ নিজ গরজে তা সংগ্রহ করার অনুরোধ জানানো হয়েছে।

তাই বোর্ডের পক্ষ থেকে তাদের নিজ নিজ ক্লাব কর্তাদের কাছে চেক দিয়ে দেয়া হয়েছে। এখন ক্রিকেটাররা যার যার ক্লাব কর্তাদের কাছ থেকে ওই চেক নিয়ে নিতে পারবেন।

এআরবি/আইএইচএস