ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

করোনায় দুস্থদের মাঝে ক্রিকেটার রুবেলের খাবার বিতরণ

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০৩ পিএম, ২৬ মার্চ ২০২০

একদিন আগেই জাতীয় দলের ক্রিকেটাররা ঘোষণা দিয়েছেন, তাদের অর্ধেক বেতন দান করবেন করোনায় ক্ষতিগ্রস্থ কিংবা আক্রান্তদের সাহায্যার্থে। একদিন পর ব্যক্তিগতভাবে দুস্থদের জন্য খাবার সহায়তা নিয়ে রাস্তায় নেমে এলেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন।

কয়েকদিন আগেই মুনাফালোভী ব্যবসায়ীদের উদ্দেশ্যে জালাময়ী এক স্ট্যাটাস দিয়ে রুবেল বলে দিয়েছিলেন, ‘মুনাফালোভীরাই আসল করোনাভাইরাস।’

তার ওই স্ট্যাটাস খুব প্রশংসা কুড়িয়েছিল। তবে রুবেল শুধু স্ট্যাটাস দিয়েই বসে থাকলেন না। গরীব-অসহায়দের সাহায্যে বেরিয়ে এলেন। নিলেন এক মহতি উদ্যোগ।

বুধবার সন্ধ্যায় মিরপুর এলাকায় একটি পিকআপে করে চাল-ডাল নিয়ে রাস্তায় বেরিয়ে আসেন জাতীয় দলের এই পেসার। দুস্থ-অসহায়দের সাহায্যার্থে ৫কেজি চাল, ১কেজি করে ডাল, আলু, পেয়াজ, লবন, তেল ও সাবান নিয়ে প্যাকেট করেন তিনি। সেগুলোই বিতরণ করেন গরীব অসহায়দের মাঝে।

Rubel

এ নিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন রুবেল। সেখানে তিনি লেখেন, ‘এখন সময় আতংকিত হবার নয়, এখন সময় নিজেকে সুরক্ষিত রেখে আশেপাশের মানুষ-জনকে সাহায্য করার। আসুন না, এই দুর্যোগে আমরা যে যেভাবে পারি, সেভাবে অসহায় মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেই।’

খাবার বিতরণ নিয়ে মিডিয়াকে রুবেল বলেন, ‘২১৫ প্যাকেট বিতরণ করেছি কাল। প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, আলু, পেঁয়াজ, সাবান, লবণ, তেল ইত্যাদি। সামগ্রিক বিচারে এটা কিছুই নয়। তবুও কিছু মানুষের উপকার তো হলো।’

একটি বিচিত্র অভিজ্ঞতাও হয়েছে রুবেলের। নিজেই সে কথা প্রকাশ করেছেন মিডিয়ার কাছে। রুবেল বলেন, ‘কাল একটা জিনিস দেখে খুব অবাক হয়েছি। একজন ব্যক্তি এসেছেন প্যাকেট নিতে, পরে শুনি তিনি একটি ভবনের মালিক!’

অসহায়দের সহায়তায় বিত্তবানদের উদারমনে এগিয়ে আসারও আহ্বান জানান রুবেল। তিনি বলেন, ‘আমাদের দেশে যারা বিত্তবান আছে তারা যদি একটু এগিয়ে আসেন, অনেক ভালো হয়। যা বুঝছি সামনের সময়টা খুব কঠিন। অনেক মানুষ রিকশা চালায়, অনেক ভিক্ষুক আছে, যারা এই সময়ে ভীষণ অসহায়। এদের সহায়তা করতে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।’

আইএইচএস/