ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিকেলে ঝড়ো সেঞ্চুরি, রাতে পাকিস্তান ছাড়ার সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:৪৬ পিএম, ১৬ মার্চ ২০২০

পাকিস্তান সুপার লিগের ইতিহাসের প্রথমবারের মতো সেমিফাইনালের টিকিট পেয়েছে লাহোর কালান্দারস। রোববার বিকেলে করাচির জাতীয় স্টেডিয়ামে মুলতান সুলতানসের বিপক্ষে ৯ উইকেটের অসাধারণ এক জয়ে নিশ্চিত হয়েছে তাদের সেরা চারের টিকিট।

লিগপর্বের একদম শেষ ম্যাচে ১৮৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে লাহোরের। যেখানে দলের নায়ক অস্ট্রেলিয়ান মারকুটে ব্যাটসম্যান ক্রিস লিন। আসরের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলে দলকে পাইয়ে দিয়েছেন সেমির টিকিট।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৫২ বলে ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নেন লিন। বলা বাহুল্য, পিএসএলের ইতিহাসে লাহোরের কোনো ব্যাটসম্যানের এটিই প্রথম সেঞ্চুরি। শেষপর্যন্ত ৫৫ বলে ১১৩ রানে অপরাজিত ছিলেন লিন। নিজের ক্যারিয়ার সেরা এ ইনিংসে ১২ চারের সঙ্গে হাঁকান ৮টি বিশাল ছক্কা।

এ ইনিংসের মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০০ রানও পূরণ হয়েছে লিনের। কিন্তু এমন এক ঝড়ো ইনিংস খেলার পর ছয় ঘণ্টার মধ্যেই পাকিস্তান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন লিন। এর পেছনে অবশ্য অন্য কোনো কারণ নেই। বর্তমান করোনা পরিস্থিতির কারণেই মূলত পাকিস্তান ছেড়ে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন লিন।

বিকেলে ঝড়ো ইনিংস খেলার পর রাতে এ সিদ্ধান্ত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিন লিখেছেন, ‘এবারের পিএসএলের শুরু থেকেই আমি খুব উপভোগ করেছি। দুর্ভাগ্যবশত বর্তমান পরিস্থিতির কারণে আমি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমি সবসময়ই বলেছি ক্রিকেটের চেয়ে জীবন অনেক বড়। এখন ঠিক তেমনই এক সময়। আমি নিশ্চিত লাহোর এবার চ্যাম্পিয়ন হবে। সবাইকে ধন্যবাদ।’

তবে দেশে ফিরে গেলেও শুরুতেই স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না লিন। কেননা অস্ট্রেলিয়ার সরকার সিদ্ধান্ত নিয়েছে বাইরের দেশ থেকে কেউ অস্ট্রেলিয়া প্রবেশ করলে তাকে ১৪ দিন সেলফ আইসোলেশনে থাকতে হবে। যা মানতে হবে লিনকেও।

উল্লেখ্য, লিন ঝড়ে পাঁচ বছরের মধ্যে প্রথমবার সেমিফাইনালের টিকিট পেয়ে যায় লাহোর। আগেই নিশ্চিত ছিলো মুলতানের শেষ চারে খেলা। সেমিতে ওঠা অন্য দুই দল হলো করাচি কিংস এবং পেশোয়ার জালমি। মঙ্গলবার বিকেলে প্রথম সেমিতে লড়বে মুলতান ও পেশোয়ার। একইদিন সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে খেলতে নামবে করাচি ও লাহোর।

এসএএস/এমকেএইচ