দেশে করোনা : মুজিববর্ষের বিশেষ সিরিজ নিয়ে চিন্তিত নয় বিসিবি
করোনাভাইরাসে কাঁপছে বিশ্ব। আজ (রোববার) দুপুরেই বাংলাদেশে ৩ জন করোনা সংক্রমিত কোভিড-১৯ রোগীকে শনাক্ত করা হয়েছে। যা রীতিমতো দেশের আলোচিত খবরে পরিণত হয়েছে। চারিদিকে আলোচনা করোনাভাইরাসকে ঘিরে।
এর বাইরে নয় খেলাধুলাও। দেশের ক্রিকেটে চলছে এখন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ। যা শেষ হয়ে যাবে ১১ মার্চেই। তবে এরপর মুজিববর্ষ উদযাপনে দুই ম্যাচের বিশেষ টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যেখানে মুখোমুখি হবে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশ। বিসিবির বিশ্বাস বিশ্বের বর্তমান তারকা ক্রিকেটারদের নিয়েই করা হবে এ দুই ম্যাচ। কিন্তু করোনার বর্তমান পরিস্থিতি বিশেষ করে দেশে করোনা শনাক্ত হওয়ার পর বিশ্বের নামি তারকারা খেলতে আসবেন কি না- সে ব্যাপারে একটা সংশয় তৈরি হয়েছে।
এছাড়াও যেহেতু গণজমায়েতের ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে, সেহেতু মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই বিশেষ সিরিজ আয়োজনটা খানিক ঝুঁকিপূর্ণও বটে। তবে এ বিষয়টি নিয়ে এখনই ভাবতে রাজি নয় বিসিবি। বোর্ডের বিশ্বাস সুন্দরভাবেই আয়োজন করা যাবে ম্যাচ দুইটি।
আজ (রোববার) বোর্ডের আনুষ্ঠানিক সভার পর করোনার ব্যাপারে জিজ্ঞেস করা হলে সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এই মুহূর্তে এ ব্যাপারে কিছু বলা কঠিন, এটা আসলে কোনো দেশই বলতে পারে না। একটা জিনিস নিশ্চিত আমরা, এখন পর্যন্ত এগুলো কোন সমস্যা করবে না। পুরো টুর্নামেন্টই সফলভাবে হবে- এ ব্যাপারে আমরা নিশ্চিত।’
তিনি আরও যোগ করেন, ‘সামনে কি পরিস্থিতি হয় সে ব্যাপারে তো আমরা জানি না। করোনাভাইরাস সব দেশেই পাওয়া যাচ্ছে। সরকার যে পদক্ষেপগুলো নেবে, কিংবা নিচ্ছে- সামনে কী সিদ্ধান্ত হবে এবং সামনের পরিস্থিতির উপর নির্ভর করবে। তবে আমরা নিশ্চিত আমরা দুটো ম্যাচ সুন্দরভাবে করতে পারব।’
এআরবি/এসএএস/এমএস