ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সারাদিন ব্যাটিং করে বাবার কথা মনে করালেন চন্দরপলপুত্র

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:৫৮ পিএম, ১৭ জানুয়ারি ২০২০

বছরদুয়েক আগে একসঙ্গে একই দলে খেলেছেন বাবা-ছেলে। ২০১৮ সালে নিজেদের রাজ্য দল গায়ানা জাগুয়ার্সের হয়ে একসঙ্গে ব্যাটিং করারও সুযোগ মিলেছিল তাদের। আশা করা হচ্ছিলো শীঘ্রই জাতীয় দলে চলে আসবেন শিবনারায়ন চন্দরপলের ছেলে ত্যাগনারায়ন চন্দরপল।

কিন্তু এখনও তা হয়নি। আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখাতে পারেননি চন্দরপলপুত্র ত্যাগনারায়ন। তবে ঘরোয়া ক্রিকেটে অসাধারণ এক কীর্তিতে বাবার খেলোয়াড়ি জীবনের কথা মনে করিয়েছেন চন্দরপল পুত্র।

নিজের খেলোয়াড়ি জীবনে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ৪০ হাজার বল মোকাবেলা করেছেন শিবনারায়ন চন্দরপল। টেস্টে তার সংগ্রহ ১১৮৬৭ রান ও ওয়ানডেতে করেছেন ৮৭৭৮ রান। টেস্টে এই রান করতে তিনি খেলেছেন ২৭৩৯৫ বল, স্ট্রাইকরেট ৪৩.৩১। ওয়ানডে স্ট্রাইকরেটও সত্তরের ঘরে (৭০.৭৪)।

পুরো ক্যারিয়ার জুড়েই রয়েসয়ে ব্যাটিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন চন্দরপল। একপ্রান্ত আগলে রেখে দলকে নির্ভরতা দেয়াই ছিলো তার একমাত্র লক্ষ্য। এবার এই একই কাজ করে দেখালেন তার ছেলে ত্যাগনারায়ন চন্দরপল। যিনি ব্যাটিং করেছেন একটি পুরো দিন, রান করেছেন মাত্র ৬৬। তাও ২৭৪টি বল মোকাবেলা করে।

বৃহস্পতিবার রাতে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ত্যাগনারায়নের গায়ানা মুখোমুখি হয়েছে বার্বাডোজের। টস হেরে ব্যাট করতে নেমে দিনটা ভালো কাটেনি গায়ানার। দিনের ৮৭ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে তারা করতে পেরেছে ২০৯ রান।

তবে সবার চেয়ে আলাদা হয়ে নজর কেড়েছেন চন্দরপলপুত্র ত্যাগনারায়ন। ইনিংস সূচনা করতে নেমে তিনি ব্যাটিং করেছেন সারাদিন। একাই খেলেছেন দিনের সিংহভাগ ডেলিভারি। দিন শেষে অপরাজিত থেকে ২৭৪ বলে করেছেন ৬৬ রান। পিচ আঁকড়ে থাকা ব্যাটিংয়ে বাউন্ডারি হাঁকিয়েছেন ৮টি।

এর আগে প্রথম রাউন্ডের ম্যাচেও ধৈর্য্যের পরিচয় দিয়েছেন চন্দরপলের ছেলে। সে ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিলো লেওয়ার্ড আইল্যান্ড। ম্যাচের প্রথম ইনিংসে প্রায় সোয়া পাঁচ ঘণ্টা ব্যাটিং করে ২৪৩ বলে ৭ চারের মারে ৬০ রান করেছিলেন ত্যাগনারায়ন। পরে দ্বিতীয় ইনিংসে ১১ বলে অপরাজিত ১৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

সবমিলিয়ে প্রায় ৭ বছরের প্রথম শ্রেণির ক্যারিয়ারে এখনও পর্যন্ত ৩৬টি ম্যাচ খেলেছেন ২৩ বছর বয়সী ত্যাগনারায়ন। যেখানে ২ সেঞ্চুরি ও ৮ ফিফটিতে ৩১ গড়ে করেছেন ১৮৩১ রান। এছাড়া লিস্ট এ ক্রিকেটে ১২ ম্যাচে ২ ফিফটিতে ৩২৯ রান রয়েছে তার নামের পাশে। মূলত বাবার মতোই প্রথম শ্রেণির ক্রিকেটের বিশেষায়িত ব্যাটসম্যান হিসেবে পরিচিত ত্যাগনারায়ন। যার প্রমাণ তিনি দিয়ে থাকেন নিয়মিতই।

এসএএস/এমকেএইচ