চার বছর পর ক্যারিবীয় দলে ডিজে ব্রাভো
গত বছরের ডিসেম্বরে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন জন ব্রাভো। এ ঘোষণার পর চ্যাম্পিয়নখ্যাত ক্রিকেটারকে দলে ফেরাতে একদমই সময় নিলো না ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।
মূলত চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার লক্ষ্যেই অবসর ভেঙে ফিরেছেন ব্রাভো। সে মোতাবেক তাকে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ডেকেছে ক্রিকেট বোর্ড। যার ফলে প্রায় ৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার সুযোগ পেতে যাচ্ছেন ডিজে ব্রাভো।
আন্তর্জাতিক ক্রিকেটে ব্রাভোর সবশেষ ম্যাচটি ছিলো ২০১৬ সালের সেপ্টেম্বরে, পাকিস্তানের বিপক্ষে আবুধাবিতে। পরে ২০১৮ সালে অবসরের ঘোষণা দেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তবু গতবছরের ওয়ানডে বিশ্বকাপে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল ব্রাভোকে। যদিও মূল স্কোয়াডে ডাকা হয়নি পরে।
এবার টি-টোয়েন্টি ক্রিকেট দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যাবর্তন হতে যাচ্ছে ব্রাভোর। আগামী ১৫ জানুয়ারি (বুধবার) সেন্ট জর্জেসে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই মাঠে ফিরতে পারেন তিনি। পরে ১৯ ও ২০ তারিখ হবে বাকি দুই ম্যাচ।
সবধরনের টি-টোয়েন্টি মিলিয়ে এরই মধ্যে ৪৫০ ম্যাচ খেলে ফেলেছেন ব্রাভো। এই ফরম্যাটের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটও তার দখলে। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬৬ ম্যাচে ১১৪২ রান ও ৫২টি উইকেট শিকার করেছেন ডিজে ব্রাভো।
এদিকে ব্রাভো ছাড়াও ১৩ জনের স্কোয়াডে ফেরানো হয়েছে অলরাউন্ডার রভম্যান পাওয়েলকে। এই স্কোয়াডে আরও একজন খেলোয়াড় যোগ করা হবে আজ (সোমবার)। ইনজুরির কারণে বাদ পড়েছেন ফাবিয়ান অ্যালেন ও কেমো পল। বিশ্রাম দেয়া হয়েছে জেসন হোল্ডারকে।
আইরিশদের বিপক্ষে ক্যারিবীয়দের টি-টোয়েন্টি স্কোয়াড
কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, ব্রেন্ডন কিং, এভিন লুইস, খ্যারি পিয়েরে, নিকলাস পুরান, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, লেন্ডল সিমনস এবং হেইডেন ওয়ালশ।
এসএএস/পিআর