ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হোয়াইটওয়াশ হওয়ার দিনে টেলরের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০৬ জানুয়ারি ২০২০

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজটা একদমই ভালো যায়নি নিউজিল্যান্ডের। বছরের শেষ দুই ম্যাচে ইনিংস ব্যবধানে হারের পর, নতুন বছরের প্রথম ম্যাচে তাদের পরাজয়ের মাত্রাটা ২৭৯ রানের বিশাল ব্যবধানে। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েই বাড়ি ফিরছে তারা।

দলীয় সাফল্য না পেলেও, ব্যক্তিগত মাইলফলকে এবারের অস্ট্রেলিয়ার সফরটিকে মনে রাখার মতোই করে রেখেছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর। সিরিজের শেষ ম্যাচের শেষ ইনিংসে ছাড়িয়ে গেছেন নিজ দেশের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে। নিউজিল্যান্ডের পক্ষে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন টেলরই।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার আগে ফ্লেমিংয়ের চেয়ে ২০ রানে পিছিয়ে ছিলেন টেলর। নাথায় লায়নকে মাথার ওপর দিয়ে হাঁকিয়ে তিন রান নিয়ে ফ্লেমিংকে ছাড়িয়ে যান তিনি। তবে নিজের ইনিংসটা বড় করতে পারেননি এ অভিজ্ঞ তারকা। আউট হয়ে গেছেন ২২ রান করে।

ম্যাচ শেষে টেলরের নামের পাশে মোট টেস্ট রান ৭১৭৪। যা কি না স্টিফেন ফ্লেমিংয়ের করা ৭১৭২ রানের চেয়ে ২ বেশি। ফ্লেমিংয়ের চেয়ে ১২ ম্যাচ কম খেলেই এ রেকর্ড নিজের করে নিয়েছেন টেলর। বলা বাহুল্য, নিউজিল্যান্ডের পক্ষে টেস্ট ক্রিকেটে ৭০০০ এর বেশি রান করেছেন এই দুজন ব্যাটসম্যানই।

শুধু রানেই নয়, নিউজিল্যান্ডের পক্ষে টেস্টে সেঞ্চুরি সংখ্যাতেও ওপরের দিকে রয়েছেন টেলর। প্রায় ১৩ বছরের ক্যারিয়ারে ৯৯ ম্যাচে ১৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ডানহাতি এ ব্যাটসম্যান। এ তালিকায় সবার ওপরে রয়েছেন বর্তমান অধিনায়ক কেন উইলিয়ামসন, ৭৮ ম্যাচে করেছেন ২১টি সেঞ্চুরি।

নিউজিল্যান্ডের পক্ষে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান
১. রস টেলর - ৯৯ ম্যাচে ৭১৭৪ রান, সর্বোচ্চ ২৯০
২. স্টিফেন ফ্লেমিং - ১১১ ম্যাচে ৭১৭২ রান, সর্বোচ্চ ২৭৪*
৩. ব্রেন্ডন ম্যাককালাম - ১০১ ম্যাচে ৬৪৫৩ রান, সর্বোচ্চ ৩০২
৪. কেন উইলিয়ামসন - ৭৮ ম্যাচে ৬৩৭৯ রান, সর্বোচ্চ ২৪২*
৫. মার্টিন ক্রো - ৭৭ ম্যাচে ৫৪৪৪ রান, সর্বোচ্চ ২৯৯

এসএএস/জেআইএম