ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অবিশ্বাস্য! ১০৬ ধাপ এগোলেন অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:১৯ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯

বছরের শুরুতে ছিলেন আইসিসির টেস্ট ব্যাটসম্যান র‍্যাংকিংয়ের ১১০ নম্বরে। বছর শেষে সেই মারনাস লাবুসচাগনে সেরা চারে। এক বছরে ১০৬ ধাপ এগিয়েছেন অস্ট্রেলিয়ার ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান, কি অবিশ্বাস্য ব্যাপার!

আইসিসির টেস্ট ব্যাটসম্যান র‍্যাংকিংয়ের এক নম্বরে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি, পরের অবস্থানটি অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের। তিনে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, তারপরই জায়গা করে নিয়েছেন লাবুসচাগনে।

১ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট। এই টেস্টেই কিউই অধিনায়ক উইলিয়ামসনকে ধরে ফেলার সুযোগ থাকছে লাবুসচাগনের। উইলিয়ামসনের রেটিং পয়েন্ট ৮২২, লাবুসচাগনের ৮০৫।

এক নম্বরে থাকা বিরাট কোহলির রেটিং ৯২৮। স্টিভেন স্মিথও খুব বেশি পেছনে নেই। দুই নম্বরে থাকা অস্ট্রেয়িার সাবেক অধিনায়কের নামের পাশে ৯১১ রেটিং পয়েন্ট।

লাবুসচাগনের বছরটাই শুরু হয়েছিল চমকের মধ্য দিয়ে। সিডনিতে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ১ জানুয়ারি অস্ট্রেলিয়ার ক্যাম্পে যোগ দেন তিনি। কিন্তু তাকে তিন নম্বরের মতো গুরুত্বপূর্ণ পজিশনে খেলানোয় তখন ভীষণ সমালোচনা হয়।

সেই সমালোচকদের মুখ বন্ধ হয়ে যায় গত আগস্টে লর্ডস স্টিভেন স্মিথের বদলি হিসেবে ব্যাটিংয়ে নেমে লাবুসচাগনে দারুণ এক ইনিংস খেললে। ইংল্যান্ডের বিপক্ষে টানা চার ইনিংসে ফিফটি হাঁকান তিনি, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

ওই সময়ের পর ব্যাট হাতে ৭৫ গড়ে ৯৭৫ করেন লাবুসচাগনে। এর মধ্যে টানা তিন ইনিংসে হাঁকান বড় তিনটি সেঞ্চুরি। বক্সিং ডে টেস্টের দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯ রানে রানআউট হওয়াটাই চলতি গ্রীষ্মে এই ব্যাটসম্যানের একমাত্র ফিফটির নিচে করা স্কোর। এমন পারফরম্যান্সের পর র‌্যাংকিংয়ে সেরাদের মধ্যে চলে আসাটা স্বাভাবিক ব্যাপারই বলা যায়!

এমএমআর/এমকেএইচ