দক্ষিণ আফ্রিকা বোর্ডের অনুরোধে ল্যাঙ্গাভেল্টকে ছাড়ল বিসিবি
আগেরদিন রাতেই বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার আকরাম খানের বরাতে জাগো নিউজের পাঠকদের জানানো হয়েছে, বাংলাদেশ দলের বোলিং কোচের চাকরি আর করছেন না দক্ষিণ আফ্রিকান চার্ল ল্যাঙ্গাভেল্ট। নিজের দেশ দক্ষিণ আফ্রিকার বোলিং কোচের দায়িত্ব নেয়ার প্রস্তাব পেয়ে বাংলাদেশের চাকরি ছেড়ে দেয়ার জন্য ইস্তফা পত্র পাঠিয়ে দেন তিনি।
সকাল থেকেই সেই সংবাদের গুঞ্জন চারদিকে। মাত্র ৫ মাসেরও কম সময় হলো বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন। এরই মধ্যে কেন ছেড়ে দেবেন এই চাকরি? যদিও তার যৌক্তিক কারণ রয়েছে। তিনি নিজ দেশের পেস বোলিং কোচ হতে যাচ্ছেন।
আগেরদিনই বিসিবি পরিচালক আকরাম খান জানিয়েছেন, তারা হয়তো সব কিছু বিচার বিবেচনা করে সেই পদত্যাগ পত্র গ্রহণ করে নেবেন।
শেষ পর্যন্ত সেটাই হলো। চার্ল ল্যাঙ্গাভেল্টের পদত্যাগ পত্র গ্রহণ করে নিয়েছে বিসিবি। আজ এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিজেরাই জানিয়েছে বিসিবি।
তবে বিসিবি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) অনুরোধেই তারা ল্যাঙ্গাভেল্টকে ছেড়ে দিয়েছে। কারণ, এই সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার তার দেশের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমি নিশ্চিত করতে চাই যে, আমরা (বিসিবি) দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের (সিএসএ) কাছ থেকে একটি আনুষ্ঠানিক অনুরোধপত্র পাই, তাকে (ল্যাঙ্গাভেল্ট) ছেড়ে দেয়ার জন্য। সিএসএ’র সঙ্গে আমাদের যে শক্তিশালী ক্রিকেটিং সম্পর্ক রয়েছে, আমরা সেটাকে মূল্যায়ন করতে চাই। একই সঙ্গে তিনি দক্ষিণ আফ্রিকার একজন আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন এবং নিজ দেশের বোলিং কোচ হিসেবেও কাজ করতে আগ্রহী। তার এ বিষয়টাও বিবেচনায় এনেছি। এ কারণেই বিসিবি এই মুহূর্ত থেকে তাকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
চলতি বছরের জুলাইতে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নেন ল্যাঙ্গাভেল্ট।
আইএইচএস/এমএস