ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শাই হোপকে নিয়ে বিপাকে রংপুর, ঝুঁকেছে কলিন মুনরোর দিকে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০২:১১ পিএম, ২৬ নভেম্বর ২০১৯

প্লেয়ার্স ড্রাফটে বিদেশি খেলোয়াড়দের মধ্যে শুরুর দিকেই ক্যারিবীয় তারকা শাই হোপকে দলে নিয়েছিল রংপুর রেঞ্জার্স। কিন্তু এ ওপেনারের রংপুরে খেলা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। কারণ বিপিএলের পুরো সময়ে থাকার কথা বলে প্লেয়ার্স ড্রাফটে নাম লেখালেও, পরে শাই হোপ জানিয়েছে সাতদিনের বেশি সময় দিতে পারবেন না রংপুরকে।

দলটির পরিচালক আকরাম খান, জাগো নিউজকে জানিয়েছেন এ খবর। আকরাম বলেন, ‘শাই হোপকে নিশ্চিত ধরেই আমরা দল সাজিয়েছিলাম। কিন্তু এখন শুনি, এ ওয়েস্ট ইন্ডিয়ান এক সপ্তাহের বেশি সময় দিতে পারবে না। আমরা পড়ে গেছি বিপাকে। এখন ভাবছি কী করা যায়।’

এদিকে শাই হোপের ব্যাপারে অনিশ্চয়তা দেখা দেয়ায়, রংপুর ঝুঁকেছে নিউজিল্যান্ডের তারকা ওপেনার কলিন মুনরোর দিকে। রংপুর রেঞ্জার্সের টেকনিক্যাল অ্যাডভাইজর হাবিবুল বাশার জানান, তারাও জোর চেষ্টা চালাচ্ছেন বড়সড় কাউকে আনার।

জানা গেছে, নিউজিল্যান্ডের মারকুটে টপ অর্ডার কলিন মুনরোর দিকে চোখ রংপুরের। তবে এখনই মুনরোর ব্যাপারে চূড়ান্ত কিছু জানাতে পারছে না রংপুর। এ বিষয়ে বাশারের কথা, ‘এখনো নিশ্চিত করে বলতে পারছি না। আমরা কয়েকজনের সঙ্গেই কথা বলেছি। তবে এখনই বলা যাচ্ছে না, শেষ পর্যন্ত কে আসছেন?’

এআরবি/এসএএস/এমকেএইচ