ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জন্মদিনটা ব্যাটে-বলে রাঙালেন আরিফুল

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১৫ পিএম, ১৮ নভেম্বর ২০১৯

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচের তৃতীয় দিনটা দীর্ঘদিন মনে রাখবেন পেস বোলিং অলরাউন্ডার আরিফুল হক। কেননা নিজের জন্মদিনে অলরাউন্ড পারফরম্যানসে দিনটি স্মরণীয় করে রেখেছেন তিনি।

প্রথম স্তরের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহীর বিপক্ষে ম্যাচে চালকের আসনে রয়েছে রংপুর বিভাগ। যার মূল কৃতিত্ব আজ (সোমবার) ২৭ বছর পূর্ণ করা আরিফুল হকের। প্রথমে বল হাতে ৬ উইকেট ও পরে ব্যাট হাতে আগ্রাসী ইনিংসে ৪৪ বলে ৪৮ রান করে দলকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিয়েছেন তিনি।

রংপুরের প্রথম ইনিংসে করা ২৭৪ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ২২৪ রান করেছিল রাজশাহী। ধারণা করা হচ্ছিলো সহজেই লিড পেয়ে যাবে তারা। কিন্তু সাব্বির রহমান, মুক্তার আলীদের ব্যর্থতায় শেষের ৫ উইকেট মাত্র ৩০ রানে হারায় রাজশাহী। উল্টো ২০ রানের লিড পায় রংপুর।

ক্যারিয়ার সেরা বোলিং করে মাত্র ৪১ রান খরচায় ৬ উইকেট নেন আরিফুল। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তার দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকারের ঘটনা। এর আগে একবার ৭৫ রানে নিয়েছিলেন ৬টি উইকেট।

২০ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে দিন শেষে রংপুরের সংগ্রহ ৬ উইকেটে ২২৮ রান। তাদের লিড দাঁড়িয়েছে ২৪৮ রানের। শেষদিনে রাজশাহীকে হারিয়ে লিগ থেকে অবনমন ঠেকানোর দারুণ সুযোগ রয়েছে রংপুরের সামনে।

ব্যাট হাতে রংপুরের পক্ষে সর্বোচ্চ ৭২ রানে অপরাজিত রয়েছেন তানভীর হায়দার। এছাড়া ৩ চার ও ২ ছয়ের মারে ৪৪ বলে ৪৮ রান করেন আরিফুল হক ও জাহিদ জাবেদের ব্যাট থেকে আসে ৩৩ রান। শেষ বিকেলে ২ ছয়ের মারে ৯ বলে ১৮ রান করে অপরাজিত আছেন রিশাদ হোসেন।

এসএএস/এমএস