ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কোহলি ‘হতে গিয়ে’ লজ্জায় পড়লেন হাফিজ!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯

উদোম গায়ে একটি ছবি দিলেন। তাতেই সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়লেন পাকিস্তানের বর্ষীয়ান ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। ভক্ত-সমর্থকরা রীতিমত ধুয়ে দিলেন তাকে, সুইমিংপুলে গোসলের চেয়েও যেন বেশি পানি দিয়ে!

এমনিতেও সময় খুব একটা ভালো যাচ্ছে না হাফিজের। ইংল্যান্ডে কয়েক মাস আগে ওয়ানডে বিশ্বকাপে দলের হয়ে সেভাবে পারফর্ম করতে পারেননি। ৩৮ বছর বয়সে এসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়লেন। দলে আবার ফেরা তার জন্য তাই কঠিনই হবে।

সব চিন্তা বাদ দিয়ে এখন হাফিজ খেলতে গেছেন ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। আর ক্যারিবীয় দ্বীপপুঞ্জেই মনটাকে ফুরফুরে করার চেষ্টায় আছেন এই অলরাউন্ডার।

সেন্ট লুসিয়া সুন্দরতম একটি মুহূর্তে ছবি তুলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেছেন হাফিজ। যেখানে তিনি লেখেন-‘সানসেট ভিউ ইন বিউটিফুল সেন্ট লুসিয়া।’

পোস্টে সূর্যাস্ত, সুইমিং পুল ও নিজের ছবি একসঙ্গে দিয়েছিলেন হাফিজ। শুশ্রুমন্ডিত হাফিজকে অনেকটা ভারতের বিরাট কোহলির মতো লাগছিল। তাতেই উল্টাপাল্টা মন্তব্য জুড়ে দেন ভক্ত-সমর্থকরা।

যার বেশিরভাগেরই কমেন্ট ছিল এরকম-বিরাট কোহলিকে অনুকরণ করবেন না। কেউ আবার দয়া করে পাকিস্তান দলে ফিরে না আসার মতো খোঁচাও দিয়েছেন।

এমএমআর/পিআর