ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মোস্তাফিজকে কে না মিস করবে : বোলিং কোচের প্রশ্ন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:৫০ পিএম, ৩১ আগস্ট ২০১৯

সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে টেস্টে পেসারদের চেয়ে স্পিনারদের ওপরই বেশি নির্ভর করে বাংলাদেশ ক্রিকেট দল। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও স্পিনিং উইকেট বানিয়ে সাকিব, মিরাজ, তাইজুলদের ব্যবহার করে সফলতা পাওয়ার উদাহরণ সৃষ্টি করেছে টাইগাররা।

স্পিন নির্ভর করে একাদশে বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের সে অর্থে কোনো কাজ থাকে না। তবু অন্তত একজন পেসার খেলানো হলে, সেখানে অবধারিতভাবেই থাকতো মোস্তাফিজুর রহমানের নাম। তবে আগামী বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টাইগার একাদশে দেখা যাবে না মোস্তাফিজকে।

কারণ সে টেস্টের স্কোয়াডেই রাখা হয়নি মোস্তাফিজকে। এটি অবশ্য কোনো অফফর্ম বা ইনজুরিজনিত কারণে নয়। দলের সেরা পেসারের জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করেই মূলত তাকে টেস্ট স্কোয়াড থেকে বাইরে রেখেছেন নির্বাচকরা। তবে স্কোয়াডে রয়েছেন অন্য তিন পেসার তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী এবং এবাদত হোসেন।

এদিকে স্কোয়াডে না থাকা মোস্তাফিজকে অনেক বেশি মিস করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের নতুন বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট। এমনকি যে মোস্তাফিজকে মিস করবে না, তার মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে বলেই মনে করেন তিনি। আজ (শনিবার) সংবাদ মাধ্যমের সঙ্গে নানান বিষয়ে কথার ভিড়ে মোস্তাফিজের ব্যাপারে এসব কথা বলেন ল্যাঙ্গাভেল্ট।

তার ভাষ্যে, ‘মোস্তাফিজের মতো বোলারকে কে মিস করবে না? সে দারুণ একজন বোলার। আপনি যদি তাকে মিস না করেন, তাহলে নিশ্চয়ই আপনার মধ্যে কোনো সমস্যা রয়েছে। আমরা সবাই তাকে মিস করবো, তবে আমার ভালো দিকটাও দেখতে হবে। সে যখন ইনজুরিতে থাকবে, তখন তার ব্যাকআপ বোলারও প্রয়োজন আছে আমাদের।’

স্কোয়াড ঘোষণার পর মোস্তাফিজকে বাইরে রাখার কারণ জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আজ একই কথা শোনা গেলো বোলিং কোচের মুখেও। টেস্টে না পেলেও, ওয়ানডে ও টি-টোয়েন্টি সেরা মোস্তাফিজকে পাওয়া যাবে বলেই বিশ্বাস তার।

‘এ মুহূর্তে তার হালকা চোট রয়েছে। যে কারণে আমরা পূর্ব সতর্কতা নিয়েছি তার ব্যাপারে। কারণ সামনের দিনগুলোতে সীমিত ওভারের অনেক খেলা আছে। আগামী বছরই আবার টি-টোয়েন্টি বিশ্বকাপও আছে। তাই আমরা তার প্রতি বিশেষ যত্ন নিচ্ছি যাতে করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সেরা পারফরম্যান্সটা পেতে পারি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের কন্ডিশনে সে এখনও সেরা বোলার। টেস্ট ক্রিকেটটাও তার জন্য যথার্থ। আমার জন্য আনন্দের বিষয় ছিলো যে সে আজ নিজের প্রথম ওভারেই উইকেট পেয়েছিল। তবে আমরা তাকে আর বেশি বোলিং করাতে পারিনি।’

মোস্তাফিজের পাশাপাশি আরেক পেসার তাসকিন আহমেদেরও প্রশংসা করেন ল্যাঙ্গাভেল্ট। তিনি বলেন, ‘আমি তাকে (তাসকিন) দেখার জন্য মুখিয়ে ছিলাম। লম্বা ইনজুরি কাটিয়ে আসার পর তাকে দেখলাম আমি। বল হাতে দুর্দান্ত ছিল। তবে দ্বিতীয় নতুন বল নিয়ে খানিক ভুগছিলো। যদিও এটা দীর্ঘদিন খেলার বাইরে থাকার কারণে হয়েছে।’

এআরবি/এসএএস/এমকেএইচ

আরও পড়ুন