ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ঘরোয়াতে ভালো করে বড় মঞ্চ পেলেন ‘কোচ’ আফতাব

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:০৮ পিএম, ৩১ আগস্ট ২০১৯

খেলা ছেড়েছেন আগেই। এরপর নাম লিখিয়েছেন কোচিংয়ে। এ বছর ঢাকা প্রিমিয়ার লিগে বেশ সুনাম কুড়িয়েছেন আফতাব আহমেদ। তার কোচিংয়ে এবারের প্রিমিয়ার লিগে দারুণ খেলেছে লিজেন্ডস অফ রুপগঞ্জ। শেষ ম্যাচে আবাহনীর কাছে হেরে না গেলে চ্যাম্পিয়নই হয়ে যেতো কোচ আফতাবের দল।

সেই ভাল কোচিং করানোর পুরষ্কারটা প্রায় নগদই পেলেন জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার। আগামীকাল (১ সেপ্টেম্বর) থেকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সফরকারী আফগানিস্তানের সঙ্গে বিসিবি একাদশের যে দু দিনের ম্যাচ হবে, তাতে স্থানীয় দলের সহকারী প্রশিক্ষক থাকবেন আফতাব আহমেদ।

ঐ দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন আরেক সাবেক জাতীয় ক্রিকেটার নুরুল আবেদিন নোবেল। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর বড় ভাই নোবেলের সাথে ফিল্ডিং কোচ হিসেবে থাকবেন চট্টগ্রামেরই আরেকজন মোমিনুল।

ঢাকায় বিসিবি একাদশের সঙ্গে কাজ করেছেন জাতীয় দলের সাবেক লেগস্পিনার ও বিসিবির বেতনভুক্ত কোচ ওয়াহিদুল গনি আর গোলাম মোর্তুজা। তবে খেলা যেহেতু চট্টগ্রামে, তাই চট্টগ্রামের হেড কোচ নোবেল, সহকারী কোচ আফতাব আর ফিল্ডিং কোচ মোমিনুলকে রাখা হয়েছে।

দুইদিনের প্রস্তুতি ম্যাচটি খেলতে আজ (শনিবার) বিকেল ৫টার ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম চলে গিয়েছে বিসিবি একাদশ। এ দলের নেতৃত্বে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

প্রস্তুতি ম্যাচের বিসিবি স্কোয়াড
নুরুল হাসান সোহান (অধিনায়ক), ফারদিন অনি, সাব্বির হোসেন, আল আমিন জুনিয়র, নাঈম ইসলাম, এনামুল হক বিজয়, ফজলে মাহমুদ রাব্বি, মানিক খান, সুমন খান, সালাউদ্দীন শাকিল, জোবায়োর হোসেন লিখন, মেহেদি হাসান রানা, আসাদুল্লাহ গালিব ও ইরফান শুক্কুর।

এআরবি/এসএএস/এমএস

আরও পড়ুন