এক মাসের সফরে বাংলাদেশে আফগানরা
আগেই জানা, একটি টেস্ট ও পরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য ৩০ আগস্ট (শুক্রবার) বাংলাদেশে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। সে মোতাবেক আজ যথাসময়ে বাংলাদেশে এসে উপস্থিত হয়েছে রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান ক্রিকেট দল।
বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় রাজধানীর হযরত শাহজালাল (র) বিমানবন্দরে অবতরণ করে আফগান ক্রিকেটারদের বহনকারী বিমান। তবে ঢাকায় অবস্থান করার প্রয়োজন নেই, তাই বিমানবন্দর থেকে বের হননি তারা।
অন্য আরেকটি ফ্লাইটে ঢাকা থেকে সরাসরি চট্টগ্রাম উড়ে যাওয়ার কথা রয়েছে তাদের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অভ্যন্তরীণ ফ্লাইটে বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিলো আফগানদের।
কিন্তু শিডিউলগত সমস্যায় বিমান ছাড়তে বেজে যায় ১২টার বেশি। চট্টগ্রাম পৌঁছে শহরের পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লুতে উঠবে আফগানিস্তান ক্রিকেট দল।
প্রায় এক মাসের সফরে বাংলাদেশে এসে মাঠে নামার জন্য অবশ্য দুইদিন অপেক্ষা করতে হবে আফগানদের। আগামী ১ সেপ্টেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে হবে দুইদিনের প্রস্তুতি ম্যাচ।
এরপর ৫ তারিখ থেকে মাঠে গড়াবে একমাত্র টেস্ট ম্যাচটি। চট্টগ্রামে টেস্ট শেষ করে ঢাকায় চলে আসবে আফগানরা। পরে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। জিম্বাবুয়ে ক্রিকেট দল এসে পৌঁছাবে আগামী ৮ সেপ্টেম্বর।
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট এবং ত্রিদেশীয় সিরিজের সূচি
৩০ আগস্ট : আফগানিস্তান এসে পৌঁছাবে ঢাকায়
১-২ সেপ্টেম্বর : দুদিনের প্রস্তুতি ম্যাচ (আফগানিস্তান বনাম বিসিবি একাদশ)
৫-৯ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট, ভেন্যু : চট্টগ্রাম
৮ সেপ্টেম্বর : জিম্বাবুয়ে এসে পৌঁছাবে ঢাকায়
১১ সেপ্টেম্বর : টি-টোয়েন্টি প্র্যাকটিস ম্যাচ, জিম্বাবুয়ে-বিসিবি একাদশ, ফতুল্লা
১৩ সেপ্টেম্বর : বাংলাদেশ-জিম্বাবুয়ে, মিরপুর
১৪ সেপ্টেম্বর : আফগানিস্তান-জিম্বাবুয়ে, মিরপুর
১৫ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান, মিরপুর
১৮ সেপ্টেম্বর : বাংলাদেশ-জিম্বাবুয়ে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২০ সেপ্টেম্বর : আফগানিস্তান-জিম্বাবুয়ে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২১ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২৪ সেপ্টেম্বর : ফাইনাল, মিরপুর
এআরবি/এসএএস/এমএস