ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এবার ভারতের ‘জামাই’ হচ্ছেন অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েলও!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:১৩ এএম, ২৯ আগস্ট ২০১৯

বিদেশি ছেলেদের পটাতে যেন উস্তাদ ভারতীয় মেয়েরা। শোয়েব মালিক-সানিয়া মির্জার সংসারের খবর তো সবাই-ই জানেন। কদিন আগেই দুবাইয়ে মহা ধুমধাম করে হয়ে গেল আরেক পাকিস্তানি-পেসার হাসান আলির বিয়ে। কনে ভারতীয় কন্যা শামিয়া আরজু।

এবার তাদের দেখানো পথে বোধ হয় ভারতের ‘জামাই’ হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার মারকুটে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলও। ভারতীয় এক কন্যার সঙ্গে চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন তিনি।

 
 
 
View this post on Instagram

A post shared by VINI (@vini.raman) on

ম্যাক্সওয়েলের এই প্রেমিকার নাম ভিনি রমন। তিনিই মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন, ম্যাক্সওয়েলের সঙ্গে তার ডেটিংয়ের ছবি ও ভিডিও। একটি নয়, কয়েকটি।

 
 
 
View this post on Instagram

A post shared by VINI (@vini.raman) on

ভারতীয় কন্যার প্রেমে পড়া অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার অবশ্য ম্যাক্সওয়েল নন। তার আগে ২০১৪ সালে মাসুম সিং নামে ভারতীয় এক মেয়েকে বিয়ে করেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট।

 
 
 
View this post on Instagram

A post shared by VINI (@vini.raman) on

ম্যাক্সওয়েলের সম্পর্কও হয়তো সেদিকেই গড়াচ্ছে। ভারতে আসলে ভিনি রমনকে নিয়েই বেশিরভাগ সময় কাটে তার। এখন শুধু শুভদিনের ঘোষণা আসার অপেক্ষা!

এমএমআর/জেআইএম

আরও পড়ুন