ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শ্রীলঙ্কার বিপক্ষে অলরাউন্ডার নাইম হাসানের ঝলক

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:১৬ পিএম, ২৮ আগস্ট ২০১৯

আগের দিন দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশ ইমার্জিং দলের ইনিংসে ভরসা দিয়েছিলেন নাজমুল হাসান শান্ত। দ্বিতীয় দিনে এসে ১৩৩ রানে আউট হন দলীয় অধিনায়ক। তবে এদিন আসল চমকটা দেখিয়েছিলেন অফস্পিনিং অলরাউন্ডার নাইম হাসান।

খুলনার আবু নাসের স্টেডিয়ামে চারদিনের অনানুষ্ঠানিক টেস্টে বাংলাদেশ ইমার্জিং দলের প্রথম ইনিংস থেমেছে ৩৬০ রানে। ১৩৫.৪ ওভার ব্যাটিং করেছে স্বাগতিক দল। নাজমুল শান্তর পর ব্যাট হাতে রান পেয়েছেন জাকির হাসান আর নাইম হাসান। জাকির একটুর জন্য হাফসেঞ্চুরি মিস করেছেন (৪৯)। আট নাম্বারে নেমে নাইম হাসান খেলেন ৩৬ রানের একটি ইনিংস।

পরে আবার বল হাতেও ঝলক দেখিয়েছেন এই অফস্পিনিং অলরাউন্ডার। জবাব দিতে নেমে ৪ উইকেটে ১০১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। এই চারটি উইকেটই (৪/৩১) তুলে নিয়েছেন নাইম হাসান। ৫৯ রানেই শীর্ষ ৪ ব্যাটসম্যানকে হারিয়ে বসে লঙ্কানরা।

পঞ্চম উইকেটে এসে একটু প্রতিরোধ গড়েছেন মাধুবান্ধা আর বান্দারা। মাধুবান্ধা ২১ আর বান্দারা ২৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

এমএমআর/পিআর

আরও পড়ুন