ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন মিসবাহ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ২৬ আগস্ট ২০১৯

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কমিটি থেকে সরে গেলেন দলটির সাবেক অধিনায়ক মিসবাহ-উল হক। সোমবার বিকেলে পিসিবি পরিচালক জাকির খানের সঙ্গে দেখা করে এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

কিন্তু কেন হঠাৎ এমন কঠিন সিদ্ধান্ত? আসলে পাকিস্তান দলের হেড কোচ হিসেবে আবেদন করছেন মিসবাহ। বোর্ড পলিসিতে স্বার্থের সংঘাত এড়াতেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে সাবেক এই অধিনায়ককে।

মিসবাহ বলেন, ‘পাকিস্তান কিকেট দলের ভবিষ্যত হেড কোচ হিসেবে আমার নাম আসার বিষয়টি দেখে খুব ভালো লাগছে। তবে এই সিদ্ধান্তটা আমি আজই (সোমবার) নিয়েছি। আমি হেড কোচের পদে আবেদন করছি। জানি এখানে কঠিন প্রতিযোগিতা হবে। আমি জানি, এই পদের জন্য কয়েকজন শক্তি প্রতিদ্বন্দ্বি এবং উচ্চ যোগ্যতাসম্পন্ন লোকের মুখোমুখি হতে হবে।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক আরও যোগ করেন, ‘এটা বলতেই হবে, মানতে হবে যে পাকিস্তান ক্রিকেট দলের কোচ হওয়া সবারই স্বপ্ন থাকে। সব ফরমেটে শক্তিশালি দল হওয়ার দারুণ সামর্থ্য আছে তাদের।’

কোচ নির্বাচনের এই প্রক্রিয়াটি সেপ্টেম্বরের শুরুর দিকেই শেষ হবে বলে আশা করা যাচ্ছে। আসন্ন মৌসুমকে সামনে রেখে নতুন ম্যানেজম্যান্ট কাজ শুরু করবে। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের পরবর্তী অ্যাসাইনম্যান্ট শ্রীলঙ্কার বিপক্ষে, ঘরের মাঠে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে সীমিত ওভারের সিরিজ।

এমএমআর/এমকেএইচ

আরও পড়ুন