ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এবার কোহলির ব্যক্তিগত আক্রোশের শিকার আরেক ক্রিকেটার!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৪০ পিএম, ২৩ আগস্ট ২০১৯

বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মার দ্বন্দ্বটা এখন যেন প্রকাশ্য খবর। অধিনায়কত্ব নিয়ে তাদের মধ্যে শীতল একটা লড়াই চলছে, এ কথা পুরোপুরি বাতাসে উড়িয়ে দিচ্ছেন না কেউই। ভারতীয় দলে অন্তর্কলহের খবরটি বিভিন্ন সময় ছাপিয়েছে তাদেরই পত্র-পত্রিকা।

এবার আরেক ইস্যুতে গরম ভারতীয় ক্রিকেট, অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে। ম্যাচের পর ম্যাচ এই স্পিনারকে সাইডলাইনে বসিয়ে রাখছে ভারত, যেখানে অনেকেই দেখছেন অধিনায়ক কোহলির নগ্ন হস্তক্ষেপ।

অশ্বিন বরাবরই ছিলেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পছন্দের পাত্র। তবে কোহলির সঙ্গে তার সম্পর্ক তেমন ভালো নয় বলেই জানা যায়। অশ্বিনের সঙ্গে ব্যক্তিগত টানাপোড়েনের জেরেই অভিজ্ঞ এই অফস্পিনিং অলরাউন্ডারকে টানা চার টেস্ট দলের বাইরে রেখেছেন কোহলি, মনে করছেন ভারতীয় সমর্থকদের বড় একটা অংশ। এ নিয়ে ইন্টারনেট দুনিয়ায় তারা প্রতিবাদও করছেন।

সমর্থকরা যা খুশি বলতেই পারে। তবে সুনিল গাভাস্কারের মতো কিংবদন্তি ক্রিকেটার যখন মুখ খুলেন, তখন বিষয়টি নিয়ে তো ভাবার আছেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দ্বিতীয় টেস্টে অশ্বিনকে দলের বাইরে রাখার জন্য অধিনায়ক কোহলি এবং টিম ম্যানেজম্যান্টের সমালোচনা করেন ভারতের 'প্রথম লিটল মাস্টার'।

এবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সরাসরিই কোহলির দিকে আঙুল তুললেন ইংলিশ ক্রিকেটার নিক কম্পটন। এক টুইটে কম্পটন প্রশ্ন তুলেছেন, ‘অশ্বিনের সঙ্গে কি হচ্ছে? পরিষ্কারভাবেই তার এবং কোহলির মধ্যে ব্যক্তিগত দূরত্বটা দেখা যাচ্ছে?’

এমন প্রশ্ন উঠা স্বাভাবিক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অশ্বিনের রেকর্ড বরাবরই ভালো। ১১ টেস্ট খেলে চারটি সেঞ্চুরিসহ ৫৫২ রান করেছেন ‘ব্যাটসম্যান’ অশ্বিন। আর আসল দায়িত্ব বোলিংয়েও নিয়েছেন ৬০টি উইকেট।

গাভাস্কার বলেন, ‘এমন রেকর্ডের একজন, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যার এত রেকর্ড; সে কিনা একাদশেই সুযোগ পাচ্ছে না! এটা রীতিমত অত্যাশ্চর্য, বিস্ময়কর।’

ভারতীয় দলের সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে অবশ্য টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্তের পক্ষেই সাফাই গাইছেন। তিনি বলেন, ‘অশ্বিনের মতো একজন খেলোয়াড়কে মিস করা খুব কঠিন। তবে টিম ম্যানেজম্যান্ট সবসময়ই দলের কম্বিনেশনের কথা চিন্তা করে।’

জাদেজা এবং হনুমা বিহারির মতো খেলোয়াড়কেই টিম ম্যানেজম্যান্টের কাছে ক্যারিবীয় উইকেটে যুতসই মনে হয়েছে, এমন যুক্তি দেখান রাহানে, ‘তারা ভেবেছেন এই ধরনের উইকেটে জাদেজা ভালো পছন্দ। আমাদের একজন ষষ্ঠ ব্যাটসম্যান দরকার, যে কিনা বোলিংও করতে পারবে। বিহারি এই উইকেটে বল করতে পারে। অধিনায়ক এবং কোচের মধ্যে এই যোগাযোগটা আছে। অশ্বিন এবং রোহিতের মতো খেলোয়াড়কে বাদ দেয়া কঠিন, তবে সব কিছুই তো দলের জন্য।’

এমএমআর/এমকেএইচ

আরও পড়ুন