ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সাকিবের বিষয়ে কথাই বলেনি ঢাকা!

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ১৯ আগস্ট ২০১৯

খুলনা টাইটান্স ফ্র্যাঞ্চাইজিরা প্রথম আলাপেই তামিম ইকবাল ও শেন ওয়াটসনকে দলে পাওয়ার যারপরনাই আগ্রহ প্রকাশ করেছে। ভাবা হচ্ছিলো বিপিএল গভর্নিং কাউন্সিল ও ফ্র্যাঞ্চাইজিদের আলোচনার প্রথম দিন সবচেয়ে বেশি কথা হবে সাকিব আল হাসানকে নিয়ে।

কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠক শেষে ঢাকার প্রধান নির্বাহী ওবায়েদ নিজাম উপস্থিত সাংবাদিকদের জানিয়ে গেলেন, ‘সাকিবের ব্যাপারে কোনো আলোচনা হয়নি।’

কেন হয়নি? তার উত্তরে ঢাকার সিইও বললেন, ‘আইকনদের নিয়ে তো কোনো প্রশ্ন নেই। কারণ এবার থেকে সব নতুন করে শুরু হবে। তাই সে প্রসঙ্গে আমরা কথা বলিনি। বিপিএল গভর্নিং কাউন্সিল আয়োজন সফল করতে আমাদের থেকে কিছু পরামর্শ চেয়েছিল, তা আমরা লিখে নিয়ে আসছিলাম। তাঁরা শুনেছে, দেখি কি হয়।’

বিপিএল গভর্নিং কাউন্সিল সবকিছু নতুনভাবে করতে আগ্রহী। এমনকি সকল ক্রিকেটারের সঙ্গে করা চুক্তি বাতিলের ঘোষণাও এসেছে ইতোমধ্যে। তাতে করে ফ্র্যাঞ্চাইজিদের দল গড়তে সমস্যা হবে কি-না? হাতে যে অল্প সময় আছে তা পর্যাপ্ত কি-না?

এমন প্রশ্নের জবাবে ঢাকার সিইও ওবায়েদ নিজাম বলেন, ‘আমরা ফেব্রুয়ারি থেকে দল গোছানোর জন্য প্রস্তুত ছিলাম। বাকিদের কথা জানি না, শুধু আমাদেরটা জানি। নিয়ম যেহেতু পরিবর্তন হচ্ছে, রিটেনশন রাখা হবে না, নতুন করে নতুন সাইকেল করা হবে। আশা করছি সময় যথেষ্ট সময় আছে দল সাজানোর জন্য।’

রেভিনিউ শেয়ারিংয়ে ফ্র্যাঞ্চাইজি ফি বাড়ানোর কথা বলেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ঢাকা সিইওর কথা শুনে মনে হলো তারা রাজি এই প্রস্তাবে। এ প্রসঙ্গে ঢাকার অবস্থান জানতে চাওয়া হলে ওবায়েদ নিজাম জানান, ‘ফ্রাঞ্চাইজিদের ফি নিয়ে কথা হয়েছে, সাধারণত যেটা ১০-১৫ শতাংশ বাড়ে। এবার বেশি বাড়বে বলে তাঁরা প্রস্তাব দিয়েছে। যেহেতু আমরা থাকছি, উনারা যেটা বলবেন, সেটা মেনে নিতে হবে।’

এআরবি/এসএএস/এমকেএইচ

আরও পড়ুন