ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিদায়বেলায় পাকিস্তান ক্রিকেট নিয়ে বোমা ফাটালেন ব্যাটিং কোচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১৬ আগস্ট ২০১৯

দীর্ঘ পাঁচ বছর সাফল্যের সঙ্গে পাকিস্তান দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন গ্র্যান্ট ফ্লাওয়ার। তবে বিশ্বকাপ ব্যর্থতার পর জিম্বাবুয়ের সাবেক এই ব্যাটসম্যানের সঙ্গে আর নতুন করে চুক্তি করার প্রয়োজন মনে করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), বলে দিয়েছে বিদায়।

সম্পর্ক তো চুকেবুকে গেছেনই। বিদায়বেলায় পাকিস্তান ক্রিকেটের নেতিবাচক কিছু দিক নিয়ে বোমা ফাটালেন গ্র্যান্ট ফ্লাওয়ার। জানালেন, কি কি কারণে পাকিস্তান ক্রিকেটকে সেভাবে ‘মিস’ করবেন না তিনি।

পাকিস্তানের মানুষ নিয়ে অবশ্য অভিযোগ নেই ফ্লাওয়ারের। তিনি জানালেন, দেশের মানুষজন খুবই বন্ধু ভাবাপন্ন। তবে পাকিস্তানের ক্রিকেটে কাজ করার অভিজ্ঞতা যে খুব ভালো ছিল না, আকারে ইঙ্গিতে সেটি বুঝিয়ে দিয়েছেন জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেটার।

২০১৪ সালে পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পান গ্র্যান্ট ফ্লাওয়ার। ২০১৯ বিশ্বকাপে দলের ব্যর্থতার জেরে তার সঙ্গে চুক্তি ছিন্ন করেছে পিসিবি। বিদায়বেলায় ফ্লাওয়ার জানালেন তার হতাশার কথা। পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে হতাশাজনক দিক কি? এমন প্রশ্নে সাবেক এই ব্যাটিং কোচ বলেন, ‘নিরাপত্তার বিষয়টি এবং কাজের স্বাধীনতা না পাওয়া।’

একটা জায়গায় এতটা দিন ছিলেন, সেই জায়গা, মানুষগুলোর জন্য মন পোড়ারই কথা। তবে ফ্লাওয়ার জানালেন ভিন্ন কিছু। সাবেক এই ব্যাটিং কোচ বলেন, ‘কয়েকজন সাবেক খেলোয়াড় তো ভীষণ সমালোচনা করেন। টিভি চ্যানেল, সাংবাদিকদের মধ্যে অনেক রকম রাজনীতি। পিসিবির মধ্যেও বেশ রাজনীতি চলে। আমি এগুলো কখনই মিস করব না।’

৪৮ বছর বয়সী এই কোচ অবশ্য পাকিস্তান দলের সঙ্গে সাফল্যও উপভোগ করেছেন। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় তার মেয়াদে সবচেয়ে বড় অর্জন বলে মনে করছেন ফ্লাওয়ার। আর পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে এই কোচের সবচেয়ে পছন্দ বাবর আজমকে।

বাবরকে নিয়ে ফ্লাওয়ার বলেন, ‘আমি আমার জীবনে যতজনকে কোচিং করিয়েছি, সম্ভবত সে তাদের মধ্যে সেরা এবং নিশ্চিতভাবে পাকিস্তানিদের মধ্যেও সেরা।’

এমএমআর/এমকেএইচ

আরও পড়ুন