কোহলিদের কোচের জন্য ৬ জনকে বাছাই করলো ভারত
ভারতীয় ক্রিকেট দলের জন্য কোচ নির্বাচন নিয়ে বেশ জলঘোলাই করছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। একবার তারা বলছে, রবি শাস্ত্রিকেই কোচ রেখে দেয়া হচ্ছে। আরেকবার বিরাট কোহলির মতামত নিয়ে নিজেদের সিদ্ধান্ত চূড়ান্ত করছে, আরেকবার বলছে কোচ বাছাইয়ের জন্য শর্টলিস্ট তৈরি করা হয়েছে।
সর্বশেষ খবর হচ্ছে, কোচ বাছাই করার জন্য ৬ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কোচ নিয়োগে দায়িত্বপ্রাপ্ত কপিল দেবের নেতৃত্বে ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (সিএসি) এই ৬ জনের ইন্টারভিউ নেবে। ভারতীয় মিডিয়ার খবর, ১৫ আগস্টের পর এই ৬ জনের ইন্টারভিউ নেবে কপিল দেবরা। একটি সূত্র দাবি করছে, ’১৬ আগস্ট নেয়া হবে প্রার্থীদের সাক্ষাৎকার।’ তবে এই ৬ জন কারা, সেটা কোনোভাবেই জানতে পারেনি ভারতীয় মিডিয়া।
প্রথমে বলা হয়েছিল ১৩ এবং ১৪ আগস্ট কোচদের সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠিত হবে; কিন্তু বিসিসিআই’র একটি সূত্র জানাচ্ছে, ‘প্রথমে ঠিক করা হয়েছিল, কোচ প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য দুটো দিন লাগবে; কিন্তু পরে সব দিক বিবেচনা করে ছয় জনকে চূড়ান্ত করা হয়েছে। অজস্র আবেদনকারীদের মধ্যে থেকে এই ছয় জনকেই বেছে নেওয়া হচ্ছে, যারা চুক্তির সব শর্ত পূরণ করেছেন। আমরা মনে করছি, ছয় জনের সাক্ষাৎকার নেওয়ার জন্য একদিনই যথেষ্ট; দু’দিনের দরকার নেই।’
ভারতের কোচ নির্বাচনের ক্ষেত্রে অধিনায়ক বিরাট কোহলির কথা গুরুত্ব দেওয়া হবে কি না তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে এ নিয়ে ভারতীয় ক্রিকেটে অনেক সমালোচনাও চলছে। কারণ, ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে বিরাট কোহলি রবি শাস্ত্রির পক্ষেই স্পষ্ট কথা বলে গেলেন।
তার দাবি, শাস্ত্রির সঙ্গে টিমের মেলবন্ধন ভালো। কোহলি বলেন, ‘টিমের সবাই শাস্ত্রিকে শ্রদ্ধা করে। ও আমাদের দল নিয়ে দারুণ কাজ করছে।’ যদিও ভারতীয় বোর্ডের বক্তব্য হচ্ছে, ‘কোচ নির্বাচনে বিরাট কোহলির মতামতকে গুরুত্ব দেওয়া হবে না। আমাদের গাইডলাইনে স্পষ্ট বলা আছে, কোচ নির্বাচনের ক্ষেত্রে ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির (সিএসি) সিদ্ধান্তই চূড়ান্ত। সেখানে ভারতীয় দলের অধিনায়ক এমনকি সিওএর’ও কোনো ভূমিকা নেই।’
আইএইচএস/পিআর