ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ডোমিঙ্গোর ইন্টারভিউ-প্রেজেন্টেশনে সন্তুষ্ট বিসিবি!

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:০০ পিএম, ০৭ আগস্ট ২০১৯

কে হবেন বাংলাদেশের নতুন হেড কোচ? আজ পড়ন্ত বিকেলে ইন্টারভিউ দেয়া রাসেল ডোমিঙ্গো? দক্ষিণ আফ্রিকার সাবেক হেড কোচই তাহলে স্টিভ রোডসের চেয়ারে বসছেন? নাকি অন্য কেউ?

বিসিবি মুখপাত্র জালাল ইউনুস অবশ্য ঘুরিয়ে ফিরিয়ে বেশ কবারই বললেন, ‘এটাই শেষ নয়। আরও ইন্টারভিউ হবে।’ তবে ভিতরের খবর, এ প্রোটিয়ার সাথে কথা বলে সন্তুষ্ট বিসিবির শীর্ষ কর্তারা।

তবে বোর্ড কর্তারা অতি সতর্ক ও সাবধানী। দক্ষিণ আফ্রিকান রাসেল ডোমিঙ্গোর ঢাকা আসা নিয়ে ছিল সর্বোচ্চ গোপনীয়তা। এখন সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ড শীর্ষ কর্তাদের সাথে সাক্ষাতকার দিয়ে যাওয়ার পরও বোর্ড কর্তাদের সবার মুখ বন্ধ। জালাল ইউনুস অনেক কথা বললেও পরিষ্কার করে কিছু জানাননি।

তারপরও প্রশ্ন উঠলো ডোমিঙ্গো কেমন প্রেজেন্টেশন দিলেন? বোর্ড প্রেসিডেন্ট তথা আপনারা কতটা সন্তুষ্ট? জবাবে জালাল ইউনুস অনেক সতর্কতা অবলম্বন করলেও কথার মাঝে ফুটে উঠেছে তারা ডোমিঙ্গোর ইন্টারভিউ সন্তোষজনক।

তাই মুখে এমন কথা, ‘উনি (ডোমিঙ্গো) একটা প্রেজেন্টেশন দিয়েছেন। ওনার ভিশন জানিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট নিয়ে উনি কি চিন্তা করেন, কিভাবে ডেলিভারি দিবেন আমাদের কাছে। জাতীয় দলের পারফরম্যান্স কিভাবে হবে- এগুলো নিয়ে কথা বলেছেন। সন্তোষজনক একটা প্রেজেন্টেশন দিয়েছেন। তবে এটাই শেষ নয়। আমরা বলেছি, আরো কয়েকজন আছে তাদের ইন্টারভিউ নিব ‘

জালাল ইউনুস তার সম্পর্কে আরও বলেন, ‘উনি ভাল ইন্টারভিউ দিয়েছেন, খুবই পেশাদার কোচ। প্রায় পাঁচ বছর দক্ষিণ আফ্রিকার কোচ ছিলেন। এখন ‘এ’ দলে আছেন। সব দিক দিয়ে অবশ্যই উনি যোগ্য। তবে এখনই তাকে চূড়ান্ত করছি না। হাতে আরো যারা দু’জন আছেন। তাদের সাক্ষাৎকার নিব। তারপর সিদ্ধান্ত নিব, বাংলাদেশের হেড কোচ কে হবেন?’

এআরবি/আইএইচএস/এমএস

আরও পড়ুন