আইসিসি এলিট প্যানেলের আম্পায়ারকে ‘অন্ধ’ বানিয়ে দিলো এক সমর্থক
অ্যাশেজ সিরিজের চলতি ম্যাচে এজবাস্টনে অন্যতম ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। তার সঙ্গে আরেকজন রয়েছেন পাকিস্তানের আলিম দার।
কিন্তু এই দুই আম্পায়ার মিলে এজবাস্টন টেস্টে এত বেশি ভুল সিদ্ধান্ত দিয়েছেন যে, তা রীতিমত ইতিহাস হয়ে থাকবে। বিশেষ করে ক্যারিবীয় আম্পায়ার জোয়েল উইলসন। তিনি শুধু ভুল সিদ্ধান্তের সমাহারই তৈরি করেননি, এই এক টেস্টেই তার আটটি সিদ্ধান্ত ডিআরএসের মাধ্যমে পরিবর্তন করতে হয়েছে।
এত এত ভুল করার কারণে সমর্থকরা অনেক বেশি ক্ষুব্ধ জোয়েল উইলসনের ওপর। এমনকি এ ক্ষুব্ধ সমর্থক তো উইকিপিডিয়ায় ক্যারিবীয় এই আম্পায়ারের প্রোফাইল পরিবর্তন করে তাকে ‘অন্ধ’ আম্পায়ার হিসেবেই লিখে দিয়েছেন।
কে এই কাজটা করেছে, তা নিশ্চিত করা যায়নি। তবে তার উইকিপিডিয়া পেজে ‘ব্লাইন্ড (অন্ধ)’ কথাটা যোগ করার কিছুক্ষণ পর আবার পরিবর্তন করা হয়। এবারও কিন্তু ছেড়ে দেয়া হয়নি এই ক্যারিবীয় আম্পায়ারকে। সেখানে লেখা হয়েছে, জোয়েল উইলসন আন্তর্জাতিক ক্রিকেটে কোনো আম্পায়ারই নন।’
প্রথমবার উইকিপিডিয়া পেজ পরিবর্তন করে লেখা হয়েছে, ‘জোয়েল শেলডন উইলসন (জন্ম ৩০ ডিসেম্বর, ১৯৬৬) হচ্ছেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো থেকে আসা একজন ব্লাইন্ড (অন্ধ) আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার। উইলসন বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ থেকে আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার। তিনি ক্রিকেটের তিন ফরম্যাটেই- টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি, আম্পায়ারিং করতে দাঁড়ান।’
দ্বিতীয়বার উইকিপিডিয়া পেজ পরিবর্তন করে সবই ঠিক রাখা হয়। শুধু ‘অন্ধ’ শব্দটির জায়গায় লিখে দেয়া হয় ‘ইজ নট’। অর্থ্যাৎ জোয়েল উইলসন এখন আর আন্তর্জাতিক ক্রিকেটেই কোনো আম্পায়ার নন।
আইসিসি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের জন্য মোট দু’জনকে আম্পায়ারদের এলিট প্যানেলে যুক্ত করে নেয় ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। যাদের মধ্যে একজন ছিলেন জোয়েল উইলসন, অন্যজন ইংল্যান্ডের মাইকেল গফ। এলিট প্যানেলে যুক্ত হয়েই অ্যাশেজ তথা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ পরিচালনা করার সুযোগ পান জোয়েল উইলসন।
এজবাস্টন টেস্টের প্রধম দিনই তার তিনটি সিদ্ধান্ত ডিআরএস দিয়ে পরিবর্তন হয়ে যায়। টেস্টের প্রথম দিন ১৪.২ তম ওভারে উসমান খাজা, ৩৫তম ওভারের শেষ বলে ওভারে ম্যাথু ওয়েড এবং ৪৬.১ ওভারে পিটার সিডলকে নিয়ে দেয়া উইলসনের সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়।
দ্বিতীয় দিন একটি সিদ্ধান্ত পরিবর্তন হয় উইলসনের। ওইদিন ইংল্যান্ড ইনিংসের ২১তম ওভারের শেষ বলে জো রুটের ব্যাপারে দেয়া সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায়।
তৃতীয় দিনও পরিবর্তন হয় একটি সিদ্ধান্ত। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে ডেভিড ওয়ার্নারের বিপক্ষে দেয়া উইলসনের সিদ্ধান্ত পাল্টাতে হয় ডিআরএস দিয়ে। চতুর্থ দিন ৮৪.২ ওভারে ম্যাথু ওয়েডের বিপক্ষে দেয়া সিদ্ধান্তও পাল্টে যায় ডিআরএসে। এবং সর্বশেষ পঞ্চম দিন আজ পর্যন্ত দুটি সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হন জোয়েল উইলসন। একটি হচ্ছে ইংল্যান্ড ইনিংসের ১৩তম ওভারের শেষ বলে এবং ১৬.৪ ওভারেও একই ব্যাটসম্যান- জো রুটের বিপক্ষে দেয়া সিদ্ধান্ত পাল্টাবে বাধ্য হন জোয়েল উইলসন।
আইএইচএস/এমএস