ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তিন বছর পর ওয়ানডেতে নামছেন তাইজুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২৮ জুলাই ২০১৯

সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৩ মাস পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন ডানহাতি পেসার শফিউল ইসলাম। দ্বিতীয় ম্যাচেও রয়েছেন তিনি। তবে এবার ৩৪ মাস তথা প্রায় তিন বছর পর সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

২০১৪ সালে নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ম্যাচেই হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়েছিলেন তাইজুল। তবু নিয়মিত হতে পারেননি ওয়ানডে দলে। এখনও পর্যন্ত খেলেছেন ৪ ম্যাচ, শিকার করেছেন ৫টি মাত্র উইকেট। এবার দলে সুযোগ পেয়ে কেমন করবেন তিনি, সেটি সময়ই বলে দেবে।

ম্যাচ জিতলে বেঁচে থাকবে আশা, হারলে খোয়াতে হবে সিরিজ- এমন সমীকরণের ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচে হারলে শুধু সিরিজই হাতছাড়া হবে না, ২০১৭ সালের পর প্রথমবারের মতো টানা ৪ ওয়ানডে হারের নজিরও দেখাবে বাংলাদেশ।

এ ম্যাচে একাদশে পরিবর্তন এসেছে একটিই। ডানহাতি পেসার রুবেল হোসেনের বদলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল। লঙ্কান একাদশে এসেছে দুইটি পরিবর্তন। লাসিথ মালিঙ্গার জায়গায় এসেছেন ডানহাতি স্পিনার আকিলা ধনঞ্জয় এবং থিসারা পেরেরা বদলে সুযোগ পেয়েছেন ইসুরু উদানা।

বাংলাদেশ একদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ
আভিশকা ফার্নান্দো, দিমুথ করুনারাত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয় ডি সিলভা, আকিলা ধনঞ্জয়, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ এবং লাহিরু কুমারা।

এসএএস/এমএস

আরও পড়ুন