ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারতের কোচ বাছাই করবেন কপিল দেব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ১৭ জুলাই ২০১৯

অবশেষে সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে ভারতীয় ক্রিকেটে কোনো দায়িত্বে অর্পন করা হলো। ১৯৮৩ বিশ্বকাপে কপিল দেবের অবিশ্বাস্য নেতৃত্বে বিশ্বকাপ জয় করেছিল ভারত। কপিল দেব এরপর ১৯৯৯ সালে আংশুমান গায়কোয়াড়ের পর ভারতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন কপিল। তবে কোচ হিসেবে তিনি ছিলেন পুরোপুরি ব্যর্থ।

দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে থাকার পর আবারও দায়িত্বে ফিরলেন তিনি। এবার কপিল দেবকে দায়িত্ব দেয়া হয়েছে বিরাট কোহলি-রোহিত শর্মাদের পরবর্তী কোচ বাছাই করার জন্য। তিন সদস্যের যে বাছাই কমিটি রয়েছে, সেই তিন সদস্যের প্রধান করা হয়েছে কপিল দেবকে।

বিশ্বকাপের পরপরই কোচ রবি শাস্ত্রির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। শুধু তাই নয়, রবি শাস্ত্রির সঙ্গে তার সহযোগি অন্যদেরও মেয়াদ শেষ হয়ে যায়। এছাড়া ফিজিও প্যাট্টিক ফারহার্ট এবং কন্ডিশনিং কোচ শঙ্কর বসু পদত্যাত করেন। ফলে ভারতীয় বোর্ড বিসিসিআই নতুন কোচ চেয়ে ইতিমধ্যেই বিজ্ঞাপন দিয়েছে। আগামী ৩০ জুলাই পর্যন্ত আবেদন করার সময়। এরপরই কোচ বাছাইয়ে বসবে তিন সদস্যের নতুন কমিটি।

কপিল দেবের নেতৃত্বে বাকি দু'জন হচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক এবং ওপেনার আংশুমান গায়কোয়াড়, ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শান্তা রঙ্গশামি। কপিল দেবের নেতৃত্বে এই কমিটি শুধু কোচ নিয়োগই নয়, আগামী দিনের জন্য ভারতীয় জাতীয় নির্বাচক কমিটিও ঠিক করবেন।

বিশ্বকাপ শেষেই এমএসকে প্রাসাদ, গগন গোদা, যতিন পরানজপি, সারান্দিপ সিং এবং দেবাং গান্ধীর মেয়াদ শেষ হয়ে যায়। কপিল দেবরা নতুন নির্বাচক কমিটির নামও সুপারিশ করবেন ভারতীয় সুপ্রিম কোর্ট মনোনীত বিসিসিআইয়ের কমিটি অব এডমিনেস্ট্রেটিভ (সিওএ) প্রধান নির্বাহী রাহুল জহুরির কাছে।

ভারতীয় বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটিতে ছিলেন তিন গ্রেট ক্রিকেটার শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি এবং ভিভিএস লক্ষ্মণ। তবে আইপিএল চলাকালে তারা বিভিন্ন ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকার কারণে, কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বিষয়ে তাদের ওপর আঙ্গুল তোলা হয়। যে কারণে, শেষ পর্যন্ত তিনজনই অ্যাডভাইজরি কমিটি থেকে পদত্যাগ করেন। এবং এ কারণেই কপিল দেবদের নিয়োগ দিয়েছে বিসিসিআই।

এই কমিটি আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে তাদের মনোনীতদের নাম প্রস্তাব করবে বিসিবিআইএর কমিটি অব অ্যাডমিনেস্ট্রেটিভের কাছে। তারাই পরবর্তী কোচ এবং তার সহযোগীদের নাম প্রকাশ করবেন। রবি শাস্ত্রি, সঞ্জয় বাঙ্গার (ব্যাটিং কোচ) এবং ভারত অরুন (বোলিং কোচ) আবেদন না করলেও তারা সাক্ষাৎকারের জন্য মনোনীত হবেন।

আইএইচএস/এমকেএইচ

আরও পড়ুন