ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আম্পায়ারকে সেই ‘চার রান’ ফিরিয়ে নিতে বলেছিলেন স্টোকস

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১৭ জুলাই ২০১৯

একটা ঘটনা নাড়িয়ে দিল পুরো ক্রিকেট বিশ্ব। আসলে নাড়িয়ে দেয়ার মতো ঘটনাই তো! ২০১৯ বিশ্বকাপ ট্রফিটা হয়তো থাকতে পারতো নিউজিল্যান্ডের শোকেসে। আম্পায়ারের বড় একটা ভুলে সেটা হয়েছে হাতছাড়া।

মূল ম্যাচে টাই। টাইয়ে অবিশ্বাস্যভাবে আবারও টাই। শেষ পর্যন্ত ম্যাচের বাউন্ডারির হিসেবে এগিয়ে থাকায় ইংল্যান্ডকে বিশ্বচ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। অথচ মাঠে আম্পায়ার একটি ভুল না করলে ফলটা যেতে পারতো উল্টে।

নাটকীয়তাপূর্ণ ফাইনালে শেষ ৩ বলে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। তখন শেষ ওভারে ট্রেন্ট বোল্টের করা চতুর্থ বলটি মিড উইকেটে ঠেলে দিয়ে এক রান নেন বাঁহাতি ইংলিশ ব্যাটসম্যান বেন স্টোকস। ব্যবধান কমানোর জন্য ওই বলে দুই রান নিতে দৌড় দিলেন স্টোকস আর আদিল রশিদ।

তখন একেবারে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন মার্টিন গাপটিল। রান আউট করার জন্য তিনি যে থ্রো করেন, স্ট্যাম্পে আঘাত না হেনে লাগে স্টোকসের ব্যাটে। সেখান থেকে বল চলে যায় বাউন্ডারি বাইরে।

আইসিসির নিয়ম অনুযায়ী সেই বলে ৫ রান হওয়ার কথা থাকলেও, সেখানে ভুলে ৬ রানের নির্দেশ দেন অনফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা। ইংল্যান্ডের তো তাতে খুশিই হওয়ার কথা। কিন্তু বিশ্বকাপ জিতেও মনের মধ্যে খচখচানিটা রয়ে গেছে ইংলিশদের। এমনকি ফাইনালের নায়ক বেন স্টোকস ওই সময় নাকি নিজে থেকেই আম্পায়ারকে বলেছিলেন, যাতে এই ৪টি রান দেয়া না হয়।

বিবিসির কাছে এমন তথ্যই জানিয়েছেন ইংল্যান্ডের বর্ষীয়ান পেসার জেমস অ্যান্ডারসন। তার ভাষ্য, ম্যাচের পর নাকি সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের সঙ্গে কথা বলতে গিয়ে এই রান বাতিলের প্রসঙ্গটির অবতারণা করেন স্টোকস।

অ্যান্ডারসন বলেন, ‘ক্রিকেটের নিয়ম হলো বল যদি স্ট্যাম্পে থ্রো করা হয় এবং সেটা আপনার গায়ে লেগে মাঠের কোনো গ্যাপে চলে যায়, তবে আপনি কোনো রান নিতে পারবেন না। কিন্তু এটা তো বাউন্ডারি হয়ে গিয়েছিল। নিয়ম অনুযায়ী, এটা চারই। এই বিষয়ে বলার কিছু নেই। তবে ম্যাচ শেষে মাইকেল ভনের সঙ্গে কথা বলতে গিয়ে বেন স্টোকস জানান, তিনি আম্পায়ারের কাছে গিয়ে বলেছিলেন-আপনি কি এই চার রান বাতিল করবেন? আমাদের এটা দরকার নেই।’

সম্ভবত আম্পায়ার কুমার ধর্মসেনা স্টোকসের প্রশ্নের জবাবে বলেছিলেন-‘না।’ কারণ আম্পায়ার পরে ওই বাড়তি চার রান বোর্ডে যোগ করার সিদ্ধান্তই জানান।

এমএমআর/এমকেএইচ

আরও পড়ুন