ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ফাইনালে কেমন রান হতে পারে তা বলে দিলেন মরগ্যান!

আরিফুর রহমান বাবু | লর্ডস, লন্ডন থেকে | প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ১৩ জুলাই ২০১৯

বিশ্বকাপ শুরু হওয়ার আগে অনেকেই চিন্তা করে রেখেছিলেন এবারের আসরে রানের ফোয়ারা ছুটবে। কিন্তু এখানে বড় স্কোর তো হয়েছেই, তার পাশাপাশি অল্প রানেও আউট হয়েছে অনেক দল। তার ওপর সেমিফাইনালের ম্যাচগুলোতে তো ২৫০ রানই পার করতে পারেনি কোনো দল।

আগামীকাল (রোববার) লর্ডসে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ইতি টানতে যাচ্ছে বিশ্বকাপের এবারের আসর। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচেও হবে না কোনো বড় সংগ্রহ। এমনটাই মনে করছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান। তার মতে, লর্ডসের উইকেট কখনোই বড় সংগ্রহের জন্য উপযুক্ত ছিল না।

ফাইনাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মরগ্যান বলেন, ‘গত তিন-চার বছরের সঙ্গে তুলনা করলে এই টুর্নামেন্টে অনেক কম রান হয়েছে। তাই এর সঙ্গে মানিয়ে নেয়াটা স্বাভাবিকের চেয়ে খুব কঠিন। লর্ডস কখনোই বড় সংগ্রহের মাঠ ছিল না। সুতরাং আমি বলব আগামীকাল বড় সংগ্রহের কোনো ম্যাচ হবে না। ছোট সংগ্রহের জন্যই লড়াই হবে বলে আমি মনে করছি।’

তিনি আরও বলেন, ‘দূর থেকে দেখে মনে হয় উইকেট পুরোটাই সবুজ। কিন্তু সূর্যের আলো পরলে সেটাকে ভিন্ন মনে হবে। ট্রফি হাতে ধরবো এমন কোনো চিন্তাভাবনায় নিজেকে এখনো রাখিনি আমি। আমাদের জন্য জয়টাই বড় কথা। এটাই পুরো দেশের জন্য অসাধারণ একটি মুহূর্ত হবে।’

স্বাগতিক হিসেবে ফেবারিট হলেও নিউজিল্যান্ডকে যোগ্য প্রতিদ্বন্দ্বী মেনেই কাল মাঠে নামবে ইংল্যান্ড। তাদের কঠিন প্রতিপক্ষ বলার পাশাপাশি উইলিয়ামসনের নেতৃত্বের প্রশংসা করেন মরগ্যান। তার মতে, কাল জমজমাট একটি ম্যাচ হতে চলছে।

মরগ্যান বলেন, ‘নিউজিল্যান্ড সত্যিই কঠিন প্রতিপক্ষ, গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্স দেখিয়েছে তারা। ম্যাককালাম ও উইলিয়ামসনের অধিনায়কত্ব পুরোপুরিই আলাদা। আমি মনে করি, নিউজিল্যান্ড যে উন্নতি করেছে তা সত্যিই অসাধারণ। তারা সুপ্রতিষ্ঠিত একটি দল। বল এবং ব্যাট দুদিক থেকেই ভয় ধরিয়ে দেয় তারা। আমি মনে করি ক্রিকেটের ভালো একটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।’

এএইচএস/এমএমআর/এমকেএইচ

আরও পড়ুন