ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শামি কেন দলে নেই? হতবাক সৌরভ-হার্শা ভোগলেরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ০৯ জুলাই ২০১৯

চলতি বিশ্বকাপে মাত্র ৪ ম্যাচে ১৪ উইকেট নিয়ে হইচই ফেলে দেন ভারতের পেসার মোহাম্মদ শামি। এর পাশাপাশি এক ম্যাচে পাঁচ উইকেট ও আসরের প্রথম হ্যাটট্রিকও উপহার দেন এই পেসার। অথচ সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তাকেই কিনা একাদশের বাইরে রাখল ভারত!

সেমিফাইনালের আগেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও ভারতের হয়ে খেলেননি শামি। আজ (মঙ্গলবার) নিউজিল্যান্ডে বিপক্ষে টস করতে এসে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি জানালেন, এই ম্যাচেও খেলছেন না তিনি। কিন্তু কেন রাখা হয়নি শামিকে? প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। দুর্দান্ত ফর্মে থাকা একটা পেসারকে কিভাবে বাদ দিতে পারে ভারত তার উত্তর খুঁজে পাচ্ছেন না ভারতীয় ক্রিকেট বোদ্ধারা।

সেমিফাইনালের মতো এই ম্যাচে শামিকে না নেয়ায় ক্ষেপেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ধারাভাষ্য কক্ষ্যে বসেই এর সমালোচনা করেছেন তিনি। গাঙ্গুলির সুরে তাল মিলিয়েছেন আরেক ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি টুইটও করেন তিনি।

হার্শা ভোগলে লেখেন, ‘সৌরভ গাঙ্গুলির মতো আমিও শামিকে দলে না নেয়ায় কিছুটা অবাক হয়েছি। বরাবরই সে সামনে থেকে উইকেট নিয়েছে এবং ডেথ ওভারের বোলিংকে আরও সহজ করে দিয়েছে। জাদেজাকে নেয়ায় ভারতের ব্যাটিং গভীরতা বেড়ে গেছে। কিন্তু কুলদ্বিপকে বাদ দেয়া অনেক বড় সিদ্ধান্ত ছিল। কেননা নিউজিল্যান্ডের বিপক্ষে সে বরাবরই ভালো খেলে আসছে।’

শামিক বাদ দেয়ায় খুশি হতে পারেননি ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। টুইটারে তিনি লেখেন, ‘কুলদ্বিপের বদলে চাহালকে নেয়া হয়েছে। ব্যাপারটা মানা যায়; কিন্তু শামিকে বাদ দেয়াটা কোনভাবেই মানতে পারছি না।’

সাহিল রিজওয়ান নামক এক ভক্ত প্রশ্ন তুলেছেন, শামিকে কি ইচ্ছা করেই বাদ দেয়া হয়েছে? তিনি বলেন, ‘শামির কি কোনো ইনজুরি আছে, নাকি ৪ ম্যাচে ১৪ উইকেট নেয়া বোলারটাকে ইচ্ছাকৃত ভাবেই বাদ দেয়া হয়েছে?’

এএইচএস/আইএইচএস/এমএস

আরও পড়ুন