ব্যক্তিগত পারফরম্যান্সে সবার ওপরে রোহিত-স্টার্ক
গতকাল দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের রাউন্ড রবিন লিগ পর্ব। এ পর্বের সেরা চারে থাকায় ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড উঠে গেছে টুর্নামেন্টের সেমিফাইনালে। আগামী ৯ জুলাই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে সেমির লড়াই। আর দ্বিতীয় সেমিফাইনালে আগামী ১১ জুলাই লড়বে ভারত ও নিউজিল্যান্ড।
তো চলুন সেমির লড়াই শুরু হওয়ার আগে এক নজরে রাউন্ড রবিন লিগ পর্বে ক্রিকেটারদের বেশ কিছু ব্যাটিং ও বোলিং পরিসংখ্যান জেনে নেয়া যাক :
সর্বোচ্চ ৫ রান সংগ্রাহক-
১. রোহিত শর্মা (ভারত) : ৮ ম্যাচে ৬৪৭ রান।
২. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) : ৯ ম্যাচে ৬৩৮ রান
৩. সাকিব আল হাসান (বাংলাদেশ) : ৮ ম্যাচে ৬০৬ রান
৪. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) : ৯ ম্যাচে ৫০৭ রান
৫. জো রুট (ইংল্যান্ড) : ৯ ম্যাচে ৫০০ রান
সেরা ৫ ইনিংস
১. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) : ১৬৬ রান বনাম বাংলাদেশ
২. জেসন রয় (ইংল্যান্ড) : ১৫৩ রান বনাম বাংলাদেশ
৩. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) : ১৫৩ রান বনাম শ্রীলঙ্কা
৪. এউইন মরগ্যান (ইংল্যান্ড) : ১৪৮ রান বনাম আফগানিস্তান
৫. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) : ১৪৮ রান বনাম ওয়েস্ট ইন্ডিজ
সর্বোচ্চ ৫ উইকেট শিকারি-
১. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) : ৯ ম্যাচে ২৬ উইকেট
২. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ) : ৮ ম্যাচে ২০ উইকেট
৩. জসপ্রিত বুমরাহ (ভারত) : ৮ ম্যাচে ১৭ উইকেট
৪. জোফরা আর্চার (ইংল্যান্ড) : ৯ ম্যাচে ১৭ উইকেট
৫. মোহাম্মদ আমির (পাকিস্তান) : ৮ ম্যাচে ১৭ উইকেট
সেরা ৫ বোলিং ফিগার-
১. শাহিন আফ্রিদি (পাকিস্তান) : ৬/৩৫ বনাম বাংলাদেশ
২. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) : ২৬/৫ বনাম নিউজিল্যান্ড
৩. সাকিব আল হাসান (বাংলাদেশ) : ৫/২৯ বনাম আফগানিস্তান
৪. মোহাম্মদ আমির (পাকিস্তান) : ৫/৩০ বনাম অস্ট্রেলিয়া
৫. জেমস নিশাম (নিউজিল্যান্ড) : ৫/৩১ বনাম আফগানিস্তান
এসএস/জেআইএম