ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

চুল কাটতে গিয়ে খবর পেলেন বিশ্বকাপে সুযোগ পেয়েছেন তিনি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:০৩ পিএম, ০৬ জুলাই ২০১৯

ভারতের বিশ্বকাপ দলটা আসরের শুরু থেকেই ইনজুরিতে জর্জরিত। এর কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন দলের দুই তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান ও বিজয় শঙ্কর। তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন রিশাভ পান্ত ও মায়াঙ্ক আগারওয়াল।

পান্তের দলে ঢুকাটা এক প্রকার অনুমিতই ছিল। তবে চমক জাগিয়েছে আগারওয়ালের সুযোগ পাওয়াটা। কেননা এর আগে ওয়ানডেতে কোনো ম্যাচই খেলেননি এই ব্যাটসম্যান। তার ওপর ভারতের বিশ্বকাপ দলের স্ট্যান্ডবাই তালিকাতেও ছিলেন না।

বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার খবর পেয়ে অবাক খোদ আগারওয়ালই। যখন এই সুসংবাদটা পেলেন, তখন সেলুনে বসে চুল কাটছিলেন ভারতের এই ওপেনিং ব্যাটসম্যান।

নিজের অনভূতি ব্যক্ত করতে গিয়ে আগারওয়াল বলেন, ‘যখন আমি সেলুনে বসে চুল কাটছিলাম, তখন খবর পাই যে আমাকে বিশ্বকাপ দলে যোগ দিতে হবে। ভারতীয় দলের অংশ হওয়াটা সত্যিই অসাধারণ এক অনুভূতি। তাও আবার বিশ্বকাপের মত আসরে।’

ভারতের ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল শেষ করে প্রায় দুই সপ্তাহের মতো খেলা থেকে বাইরে ছিলেন আগারওয়াল। তবে খেলার বাইরে থাকলেও ট্রেনিংয়ে নিয়মিত অংশ নিতেন। প্রস্তুতি নিচ্ছিলেন আসন্ন ভারতীয় ‘এ’ দলের উইন্ডিজ সফরের জন্য। কিন্তু তার আগেই তিনি সুযোগ পেয়ে গেছেন বিশ্বকাপ দলে।

আগারওয়াল বলেন, ‘আইপিএল শেষ হওইয়ার পর প্রায় দুই সপ্তাহের মতো খেলা থেকে বিরতি নেই আমি। তবে তখনও আমি প্র্যাকটিস চালিয়ে গিয়েছি এবং সপ্তাহে পাঁচ দিন করে ট্রেনিং করেছিলাম। অফ সিজনগুলো আমরা কঠোর অনুশীলন করেই কাজে লাগাতে পারি এবং সেই বিষয় নিয়ে কাজ করতে পারি যেগুলো আমার দক্ষতাকে আরো বাড়িয়ে তুলবে।’

ভারতীয় দলে জায়গা পেলেও এখনো আসরের কোন ম্যাচে সুযোগ পাননি আগারওয়াল। তবে তা নিয়ে খুব একটা চিন্তিত নন এই ব্যাটসম্যান। আগারওয়াল বলেন, ‘দারুণ একটা ট্রেনিং সেশন কাটিয়েছি আজ। সত্যিই তা উপভোগ করেছি। ক্রিকেট খেলার জন্য লিডস অসাধারণ একটি জায়গা। টুর্নামেন্টে জায়গা পেতে আমি উন্মুখ হয়ে বসে আছি। তবে সাইডলাইন থেকে ভারতের খেলা দেখাটা সত্যিই অবিশ্বাস্য।’

এএইচএস/এমএমআর/এমএস

আরও পড়ুন