বাংলাদেশের ‘সত্যিকারের সম্পদ’ মোস্তাফিজ : মাশরাফি
চলতি বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে একাই লড়াই করেছেন সাকিব আল হাসান। তাকে তেমনভাবে সঙ্গ দিতে পারেননি দলের অন্য কোনো খেলোয়াড়। তবু শেষ দুই ম্যাচে বল হাতে যথাসাধ্য চেষ্টা করেছেন বাঁহাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
শুক্রবার বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ওয়ানডেতে পাঁচ উইকেট নিয়ে নিজের নাম তুলেছেন সম্মানজনক অনার্স বোর্ডে। একইসঙ্গে গড়েছেন একগাদা রেকর্ড।
পাকিস্তানের বিপক্ষে বল হাতে খানিক খরুচে হলেও তার বোলিংয়ের বিপক্ষেই আউট হয়েছেন সেঞ্চুরিয়ান ইমাম উল হক, ইমাদ ওয়াসিম, হারিস সোহেল, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমির। এ পাঁচ ব্যাটসম্যানকে আউট করে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ২ নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজ।
আট ম্যাচ খেলে মোস্তাফিজের উইকেট সংখ্যা ২০টি। সমান ম্যাচ খেলে ২৪টি উইকেট শিকার করেছেন শীর্ষে থাকা মিচেল স্টার্ক। এছাড়া বাংলাদেশের পক্ষে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটাও নিজের করেছেন মোস্তাফিজ।
এছাড়া ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫ বার ফাইফার, দ্রুততম এশিয়ান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১০০ উইকেট নেয়ার রেকর্ডও গড়েছেন বাংলাদেশের বাঁহাতি এ কাটার মাস্টার। তাই তো ম্যাচ শেষে তাকে প্রাপ কৃতিত্ব দিতে ভোলেননি টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
পাকিস্তানের কাছে ম্যাচ হারের পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আনপ্লেয়েবল ছিল মোস্তাফিজ। মাঝে ইনজুরির কারণে খানিক অফফর্ম ছিল। তবে আয়ারল্যান্ড সফরের শুরু থেকেই সে দুর্দান্ত খেলছে। আশা করি ভবিষ্যতে ইনজুরি আর ঘায়েল করবে না তাকে। বাংলাদেশের ক্রিকেটের জন্য সত্যিকারের সম্পদ মোস্তাফিজ।’
এসএএস