ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শেষ ম্যাচের আগে লর্ডসে প্র্যাকটিসে নেই মাশরাফি

আরিফুর রহমান বাবু | লন্ডন থেকে | প্রকাশিত: ০৫:৫০ পিএম, ০৪ জুলাই ২০১৯

কবি লিখেছেন ‘তাজমহলের পাথর দেখেছো, দেখেছো কি তার প্রাণ? অন্তরে মমতাজ মহল, ভিতরেতে শাহজাহান।’

এখন সবাই খালি চোখে দেখছেন, মাশরাফি ফর্মে নেই। এই বিশ্বকাপে যে মাশরাফিকে দেখা যাচ্ছে, সেটা যেন মাশরাফির ‘ছায়া’। যার সাথে তার, মেধা, মান, জাত-পাতের কোনই মিল নেই।

৭ ম্যাচে নামের পাশে একটি মাত্র উইকেট। তারচেয়ে বড় কথা, ওই সাত ম্যাচে একবার মাত্র ১০ ওভারের কোটা পূর্ণ করতে পারা। মাঠে তার নড়াচড়াও তুলনামুলক কম। শরীরি অভিব্যক্তিতেও অন্য সময়ের মত চপলতা, ক্ষিপ্রতা নেই। কেমন যেন একটা নিষ্পৃহতা।

সেটা কেন? আসলে মাশরাফি শতভাগ সুস্থ নন। সবাই জানেন হ্যামস্ট্রিং ইনজুরি নিয়েই খেলছেন। তবে সেটা কোন মাত্রার হ্যামস্ট্রিং ইনজুরি? সেটা গ্রেড ‘টু’। যা নিয়ে খেলছেন বিশ্বকাপে। তার জীবনের শেষ বিশ্বকাপ।

এমন ইনজুরি নিয়ে বিশ্বকাপ খেলার প্রশ্নই আসে না। এরকম ইনজুরির প্রথম চিকিৎসা হচ্ছে অন্তত তিন সপ্তাহ পূর্ণ বিশ্রাম; কিন্তু মাশরাফি আর তা নিতে পারলেন কই? ওই যে ইনজুরি নিয়ে খেলার কারণে প্র্যাকটিসেও ম্যুভমেনট কম।

আজ যেমন প্র্যাকটিসই করলেন না। বোলিং, ফিল্ডিং আর ক্যাচিং, এমনকি ফুটবল খেলাতেও দেখা যায়নি মাশরাফিকে। বিশ্বকাপে নিজের জীবনের শেষ ম্যাচের আগে মাশরাফিকে অনুশীলনে না দেখে অবাক সবাই।

এআরবি/আইএইচএস/এমকেএইচ

আরও পড়ুন