ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সেই রোহিত ফিরলেন সেঞ্চুরি করেই

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪১ পিএম, ০২ জুলাই ২০১৯

১০ রানে জীবন পেলেন। রোহিত শর্মার ক্যারিয়ারে ব্যাট করতে নামার পর জীবন পেলে সেটাকে সেঞ্চুরিতে নিয়ে যাওয়ার ঘটনা রয়েছে অহরহ। আজও তার ব্যতিক্রম হলো না। ১০ রানে তামিমের হাত ফসকে ক্যাচ পড়ে যাওয়ার পর সেঞ্চুরিই করলেন রোহিত শর্মা।

অবশেষে সেঞ্চুরি করেই সাজঘরের পথ ধরলেন রোহিত। ৩০তম ওভারে অকেশনাল বোলার সৌম্য সরকারের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত শর্মা। ৯২ বলে ১০৪ রান করে আউট হন তিনি।

এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ৩০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৮১। ৭২ রানে উইকেটে রয়েছেন লোকেশ রাহুল। তিন নম্বরে ব্যাট করতে নেমেছেন বিরাট কোহলি।

এর আগে রোহিত শর্মাকে জীবন দেয়ার মাশুলই গুনতে হয়েছে বাংলাদেশকে। ভারতীয় ইনিংসের পঞ্চম ওভারেই আউট হতে বসেছিলেন রোহিত। তামিম ইকবাল সহজ ক্যাচ ফেলে দেন। এরপর থেকে দুই ওপেনার বেশ স্বাচ্ছন্দ্যেই ব্যাট চালিয়ে যান এবং ১৮০ রানের জুটি গড়ার পর বিচ্ছিন্ন হন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশের বোলাররা শুরুটা তেমন খারাপ করেননি। বেশ দেখেশুনে খেলতে হয়েছে ভারতেরও।

এসেছিল সুযোগ। ইনিংসের পঞ্চম ওভারের ঘটনা। মোস্তাফিজুর রহমানের শর্ট ডেলিভারিটি স্কয়ার লেগের দিকে উড়িয়ে মেরেছিলেন রোহিত শর্মা। দৌড়ে গিয়ে সেটি একদম হাতে পেয়ে যান তামিম। কিন্তু অবিশ্বাস্যভাবে ফেলে দেন।

১০ রানে জীবন পান রোহিত। সেই রোহিত এখন ৩৯ বলে ৪০ রানে ব্যাটিং করছেন। সঙ্গে লোকেশ রাহুল ৪০ বলে ৩০ রানে অপরাজিত।

আইএইচএস/

আরও পড়ুন