ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

গেরুয়া জার্সি পরায় হেরেছে ভারত!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ০১ জুলাই ২০১৯

গতকাল ইংল্যান্ডের কাছে ভারত হেরে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উপমহাদেশের তিন দল- শ্রীলংকা, পাকিস্তান ও বাংলাদেশের! সেমিফাইনালের লড়াইয়ে এই তিন দলের টিকে থাকতে ইংল্যান্ডের হারটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ঘটলো ভিন্ন ঘটনা। স্বাগতিক ইংল্যান্ডের কাছে ৩১ রানে হেরে যায় ভারত। মন্থর গতির ব্যাটিং, ম্যাচ না জেতার মানসিকতাসহ বহু বিষয়কে ভারতের এই হারের মূল কারণ হিসেবে চিহ্নিত করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

এদিকে এই ম্যাচেই প্রথমবারের মতো নিজেদের পরিচিত নীল জার্সি বাদ দিয়ে গেরুয়া জার্সি পরে মাঠে নামে ভারত। এই জার্সির কারণেই ইংল্যান্ডের বিপক্ষে ভারত হেরেছে বলে মন্তব্য করেন কাশ্মিরের সাবেক প্রধানমন্ত্রী মেহবুবা মুফতি। ভারতের হারের পর এক টুইট বার্তায় তিনি লিখেন, 'আমাকে হয়তো কুসংস্কারচ্ছন্ন বলতে পারেন। কিন্তু এই জার্সি (গেরুয়া) ২০১৯ বিশ্বকাপে ভারতের জয়ের ধারায় দাগ লাগিয়েছে। '

তবে এই মন্তব্যের পর ক্ষমতাসীন বিজেপি নেতাদের তীব্র তোপের মুখে পড়েন মেহবুবা। তাকে মানসিক হাসপাতালে আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছেন বিজেপির রাজ্যসভার এমপি সঞ্জয় রাউত। তিনি বলেন, ‘পাকিস্তান তো সবসময় সবুজ জার্সি পরে। তবে কেন ভারতের বিপক্ষে তারা সবুজ জার্সি পরার পরও হেরে গেল? এমন উপসংহারে পৌঁছানোর জন্য তার (মেহবুবা মুফতির) মানসিক হাসপাতালে যাওয়া উচিত। '

শুধু সঞ্জয়ই নন, কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রীর সমালোচনায় মুখর হয়েছেন বিজেপির আরো বেশ কয়েকজন সংসদ সদস্য। নালিন কোহলি নামে এক বিজেপি এমপি বলেন, 'একজন সাবেক মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য আমাদের স্তম্ভিত করেছে। তিনি ভারতের জয় ও হারের জন্য জার্সির রঙকে দায়ী করছেন। কেন কমলা রঙকে নিয়ে রাজনীতি করছেন? এটা আমাদের পতাকারও অংশ।'

এমএইচবি/এসএস/জেআইএম

আরও পড়ুন