ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টস হেরেও আগে ব্যাটিং পাওয়ায় অবাক হয়েছিলেন সাকিব

আরিফুর রহমান বাবু | সাউদাম্পটন থেকে | প্রকাশিত: ০২:৫৭ এএম, ২৫ জুন ২০১৯

প্রশ্নটা প্রথম করা হলো আফগান অধিনায়ক গুলবাদিন নাইবকে। এক আফগান সাংবাদিক প্রথমেই তাকে জিজ্ঞেস করলেন, ‘একটু কি বলবেন, আপনি আজ টস জিতে আগে ব্যাট না করে ফিল্ডিং বেছে নিলেন কেন?’

সে সাংবাদিক বলতে থাকেন, ‘একই উইকেটে ৪৮ ঘন্টা আগে একটি ম্যাচ হয়েছে। মাঝে দুদিন কেটে গেলেও এক অর্থে এটা ব্যবহার করা উইকেট। যে উইকেটে এর মধ্যে দুটি ইনিংস হয়ে গেছে। সে অর্থে এটা যেন কোন টেস্টের তৃতীয় ইনিংস। সেখানে টস জিতে আগে ব্যাট না করে বোলিং বেছে নেয়া কেন?’

আফগান অধিনায়ক বলতে পারতেন, আবহাওয়া, আকাশ আর উইকেট- সব মিলেই আমি আগে ফিল্ডিং নিয়েছি। কিন্তু গুলবাদান তা বলেননি। বরং বলেছেন, উইকেট একটু স্লো ছিল। তাই অমন সিদ্ধান্ত নেয়া।

পরে একই প্রশ্ন রাখা হয় সাকিব আল হাসানের সামনেও। আচ্ছা, আফগানদের টস জিতে বোলিং বেছে নেয়াকে আপনি কীভাবে দেখছেন? টস হেরেও আগে ব্যাটিং পেয়ে গেলেন, এতে ভাবনা কী ছিল দলের?

সাকিবের জবাব, ‘হ্যাঁ! আমি কিছুটা অবাক হয়েছি তাদের আগে ফিল্ডিং করতে দেখে। যেহেতু এ উইকেটে আগে খেলা হয়েছে, সেখানে আগে ব্যাটিং না নিয়ে ফিল্ডিং বেছে নেয়া কিছুটা অবাক হবার মতই।’

এআরবি/এসএএস

আরও পড়ুন