ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপে হারের রেকর্ডে জিম্বাবুয়ের পাশে আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১২:০৪ এএম, ২৫ জুন ২০১৯

এবারের বিশ্বকাপে অংশ নেওয়া দশ দলের মধ্যে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে সবার শেষে অবস্থান তাদে; কিন্তু বিশ্বকাপ ‍শুরুর আগে রীতিমতো চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নই দেখতে শুরু করে দিয়েছিলো আফগানিস্তান। সেটা না হোক, অন্তত বড় দলগুলোর জন্য আফগানিস্তানকে ভয়ের কারণও ভাবছিলেন অনেকে।

বিশ্বকাপের আগে আফগানদের দেওয়া হুমকি-ধামকির ছিটেফোঁটাও দেখা গেলো না আসর শুরু হওয়ার পর। এখন পর্যন্ত খেলা সাত ম্যাচের একটিতেও পাত্তা পায়নি আফগানরা। সবগুলোতে হেরে পয়েন্ট টেবিলে সবার শেষে অবস্থান তাদের।

আজ (সোমবার) বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে সাউদাম্পটনেরে রোজবোলে বাংলাদেশের মুখোমুখি হলো আফগানরা। টাইগারদের কাছেও তাদের হার মানতে হলো ৬২ রানের ব্যবধানে। এবারের বিশ্বকাপে এটি তাদের সপ্তম হার। বাংলাদেশের কাছে হারের পর বাজে এক রেকর্ডও ছুঁয়েছে তারা।

এক বিশ্বকাপে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি হারের রেকর্ড এতদিন ছিলো জিম্বাবুয়ের দখলে। ১৯৯২ সালের বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে ৭টিতেই হেরেছিলো তারা। সে বিশ্বকাপে ৮ ম্যাচের মধ্যে কেবল ইংল্যান্ডের বিপক্ষে ৯ রানের জয় পেয়েছিলো জিম্বাবুইয়ানরা।

এবারের বিশ্বকাপে টানা ৭ ম্যাচ হেরে সে তালিকায় জিম্বাবুয়ের পাশে নাম লেখালো আফগানরা। বিশ্বকাপে এখনো দুটি ম্যাচ বাকি তাদের। ওই দুই ম্যাচের একটিতে হেরে গেলেই এক বিশ্বকাপে সবচেয়ে বেশি হারের রেকর্ড এককভাবে দখল করবে আফগানিস্তান।

এমএইচবি/আইএইচএস/

আরও পড়ুন