ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সাকিবকে দ্রুত ফেরাতে চায় অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:১৪ পিএম, ১৯ জুন ২০১৯

ব্যাটিং-বোলিং মিলিয়ে বিশ্বকাপে নিজের ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চার ম্যাচে টানা দুই সেঞ্চুরিতে ৩৮৪ রান করে বর্তমানে বিশ্বকাপে সর্বোচ্চ রানের তালিকায় প্রথম স্থানে অবস্থান করছেন এই ক্রিকেটার। আর এতেই দুশ্চিন্তায় পড়েছে প্রতিপক্ষ দলেরা।

পাঁচ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে বেশ ফুরফুরে মেজাজে আছে অস্ট্রেলিয়া। তবে আগামী ম্যাচে বাংলাদেশের বিপোক্ষে ম্যাচের আগে নিশ্চিন্তে নেই ক্যাঙ্গারুরা। তার একটাই কারণ সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডারের দুর্দান্ত ফর্ম দুশ্চিন্তায় ফেলে দিয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা অসিদেরকে।

সেটা স্বীকার করছেন অসি উইকেটরক্ষক ও সহ-অধিনায়ক অ্যালেক্স ক্যারে। আজ (বুধবার) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ক্যারে বলেন, ‘এই মুহূর্তে সাকিবের কল্যাণে খুবই ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশ। তাই আমরা সাকিব এবং তাদের টপ অর্ডার নিয়ে সময় ব্যয় করেছি। একই ভাবে তাদের বোলিং নিয়েও। আমি মনে করি সাদা বলে সাকিব তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছে। সুতরাং আমরা জানি তাকে আউট করতে কোন লাইন ও লেন্থে বোলিং করতে হবে। তাকে নিয়ে আমাদের কোনো আলাদা পরিকল্পনা নেই।’

টাইগারদের বিপক্ষে জিততে হলে সাকিবকে দ্রুত আউট করা জরুরী বলে মনে করেন ক্যারে। তিনি বলেন, ‘আমরা খুব চাইব সাকিবের উইকেটটা দ্রুত নিতে। কেননা সে দারুণ ছন্দে আছে। লিটন দাসও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অসাধারণ একটি ইনিংস খেলেছে। আমরা তাদের ব্যাটিং লিস্ট অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি, আশা করছি তা অনুযায়ী কাজ করতে পারব।’

বিশ্বকাপে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত দুর্দান্ত খেললেও ক্যারে মনে করেন তাদের এখনো অনেক জায়গায় সেরাটা দেওয়া বাকি আছে। শ্রীলঙ্কার বিপক্ষে যে ভুল গুলো তারা করেছেন তা বাংলাদেশের বিপক্ষে শুধরে নিতে চান।

তিনি বলেন, ‘আমরা খুবই ভালো ক্রিকেট খেলছি। টপ অর্ডারের ব্যাটসম্যানরা অনেক পরিশ্রম করেছে এবং অনেক রানও করেছে। যা খুবই ভালো একটা দিক। কিন্তু ছোট কিছু জায়গা আছে যেখানে আমরা আরো ভালো করতে পারি। অবশ্যই শুরুর দশ ওভার শ্রীলঙ্কা খুব ভালো খেলেছে। তাই আমরা এবার চাইব শুরু থেকেই উইকেট নিতে।’

এএইচএস/এসএএস

আরও পড়ুন