ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এ জয় পাকিস্তানের উপর আরও একটি ভারতীয় আঘাত : অমিত শাহ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৩২ এএম, ১৭ জুন ২০১৯

বিশ্বকাপ এলেই ভারতের সামনে যেন দুগ্ধপোষ্য শিশু হয়ে যায় পাকিস্তান দল। নতুবা বারবার সুযোগ পেয়েও বড় ব্যবধানে প্রতিবার হারতে হবে কেন তাদের? গতকালও (রোববার) এর ব্যতিক্রম হয়নি। বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচের তকমা লো-ভোল্টেজে নামিয়ে বৃষ্টি আইনে ভারতের কাছে পাকিস্তান হেরেছে ৮৯ রানে। যা আবার বিশ্বকাপে ভারতের কাছে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড পাকিস্তানের।

এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারানোয় ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্‌। অনেকটা ব্যঙ্গ করেই এ জয়কে বললেন, পাকিস্তানের উপর ভারতীয়দের আরও একটি হামলা।

AMIT

ম্যাচ শেষেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অমিত শাহ লেখেন, 'পাকিস্তানের উপর ভারতীয় দলের আরও একটি আঘাত। ফলাফল একই। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য দলের সকলকে অভিনন্দন। প্রত্যেকটি ভারতীয় এই জয়ে গর্বিত। সবাই আনন্দে উদ্বেলিত।'

স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সুর মিলিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও। তারাও টুইটারে অভিনন্দন জানিয়েছে বিরাট কোহলিদের।

রাজনাথ সিং টুইটারে ভারতীয় দলের ভূয়সী প্রশংসা করে লেখেন, 'পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য ভারতীয় দলকে প্রাণঢালা অভিনন্দন। এই জয়ের জন্য দল দারুণ ক্রিকেট খেলেছে।'

AAP

আম আদমি পার্টি তাদের অফিসিয়াল টুইটার পেজ থেকে ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছে লেখে, 'এবং আরও একবার (জয়)। আমাদের ছেলেরা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। অভিনন্দন ভারতীয় দল। এভাবেই এগিয়ে যাও।'

আর মেহবুবা মুফতি পাকিস্তানকে খোঁচা দিয়ে লিখেছেন, 'দুরন্ত পারফরম্যান্স এবং জাতিকে গর্বিত করার জন্য ভারতীয় দলকে অভিনন্দন। পাকিস্তান হেরেছে ঠিকই তবে তারা নিজেদের আরও বেশি হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করে টুইটারকে আরও বেশি রসালো করে তুলেছে।'

এসএস/পিআর

আরও পড়ুন