ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে ম্যাচেই শচিনকে পেছনে ফেললেন কোহলি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১৬ জুন ২০১৯

ভারতের অধিনায়ক বিরাট কোহলির মাঠে নামা মানেই রেকর্ডের ছড়াছড়ি। আজ চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে আরো একটি রেকর্ড গড়লেন এই ভারতীয় ব্যাটসম্যান। কিংবদন্তী ক্রিকেটার শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডেতে দ্রুততম ১১ হাজার রানের মালিক এখন তিনি।

শচিনকে ছাড়িয়ে যাওয়ার জন্য আজ বিরাট কোহলির দরকার ছিল মাত্র ৫৭ রান। পাকিস্তানের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে ইনিংসের ৪৫তম ওভারে পেসার হাসান আলির দ্বিতীয় বলে বাউন্ডারি মেরে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। এই মাইলফলক পেরোতে তাকে খেলতে হয়েছে ২২৯ ম্যাচ এবং ২২২ ইনিংস।

এর আগে দ্রুততম এগারো হাজার রানের রেকর্ডটি ছিল শচিন টেন্ডুলকারের খাতায়। এই রেকর্ড গড়তে তিনি সময় নেন ২৮৪ ম্যাচ ও ২৭৬ ইনিংস। তার ঠিক পরেই আছে আরেক কিংবদন্তী ব্যাটসম্যান, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। ২৯৫ ম্যাচ ও ২৮৬ ইনিংসে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাবেক এই অসি ক্রিকেটার।

শচিনের দ্রুততম ১২ হাজার রানের রেকর্ড ভাঙতে কোহলির আর দরকার মাত্র ৭৮ ইনিংস। বর্তমানে যে গতিতে এগিয়ে যাচ্ছেন তিনি, তাতে এই ব্যাটসম্যানের পক্ষে ওই রেকর্ডটিও ভাঙা অসম্ভব কিছু নয়।

এএইচএস/আইএইচএস/জেআইএম

আরও পড়ুন