কালোব্যাজ পরে মাঠে নেমেছে পাকিস্তান
গত দুদিনে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বিশ্বকাপের দুই ম্যাচ। আজ (বুধবার) টনটন স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচ মাঠে গড়িয়ে যেন আবার প্রাণ ফিরে পেয়েছে ইংল্যান্ড বিশ্বকাপ।
ম্যাচে টস জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। পাকিস্তান দল ফিল্ডিংয়ে নামতেই চোখে পড়ল তাদের খেলোয়াড়রা হাতে কালোব্যাজ পরে মাঠে নেমেছেন।
কেন এই কালোব্যাজ? টস করতে এসেই বিষয়টি পরিষ্কার করেছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ। তিনি বলেন, ‘আমাদের একজন টেস্ট আম্পায়ার মৃত্যুবরণ করেছেন এবং তার সম্মানেই আমরা আজ হাতে কালোব্যাজ পরে মাঠে নেমেছি।’
১১ জুন করাচিতে ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পাকিস্তানের আম্পায়ার রিয়াজউদ্দিন। এক সময় আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার ছিলেন তিনি।
১৯৯০-২০০২ সাল পর্যন্ত ১২টি ওয়ানডে ম্যাচ ও ১২টি টেস্ট ম্যাচ পরিচালনা করেছিলেন পাকিস্তানি এই আম্পায়ার।
এএইচএস/এমএমআর/পিআর